X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

দা-বঁটিতে চলছে শান, ঈদ পেরোলেই সুনসান

নীলফামারী প্রতিনিধি
০৯ জুলাই ২০২২, ১৪:৪৩আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৬:০১

দিন পেরোলেই কোরবানির ঈদ। নতুন দা, বঁটি, ছুরিসহ পুরনোগুলোতেও শেষ মুহূর্তের শান দিতে ব্যস্ত নীলফামারীর কামাররা।

জেলার ছয় উপজেলার প্রতিটি বাজারেই অনবরত চলছে ঝনঝনানি। সরগম পুরনো সেই কামারশালা। কয়লার উত্তাপে ঘেমে একাকার কামাররাও।

সরেজমিন দেখা গেলো, নীলফামারীর সৈয়দপুরের ওয়াপদার মোড়ের কারখানাগুলোতে চাপাতি, দা, বঁটি, চাকুতে শেষ ফিনিশিং দিচ্ছেন কামাররা। পুরনো ছুরি-কাচিতে চলছে শান দেওয়া।

তবে এ চিত্র শুধু ঈদুল আজহার সময়টাতেই। বছরের বাকি সময় কামারদের কাজ থাকে না বললেই চলে। তাই এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাওয়ার কথা ভাবছেন অনেকেই।

 প্রতিটি বাজারেই অনবরত চলছে ঝনঝনানি

সত্যেন কর্মকার জানালেন, প্রতিবছর ঈদের মৌসুমে কামার ও শ্রমিকদের ব্যবসা ভালো। তবে আগে ৪০ থেকে ৪৫ টাকায় যে কয়লা পাওয়া যেতো, সেটার দাম এখন ৯০-১০০ টাকা।

জেলার আমতলী এলাকার কারিগর পুলিন চন্দ্র রায় জানান, প্রতিবছর ঈদের মৌসুমে কেনাবেচার ধুম পড়ে। এই আয়ের টাকায় সংসারের খোরাক জোটে অনেকটা।

‘এবারের ঈদে গড়ে প্রতিদিন খরচ বাদে এক থেকে দেড় হাজার টাকা আয় করছি।’  

পুলিন চন্দ্রের কাছ থেকে আরও জানা গেলো, একটি বড় দা বানাতে পাঁচ কেজি লোহা লাগে। মজুরিসহ খরচ পড়ে সাতশ’ টাকা। চাপাতির দাম প্রকারভেদে চার থেকে পাঁচশ টাকা। বড় ছোরার দাম ওজন ভেদে ৩০০ থেকে সাড়ে ৪০০ টাকা।

এলাকার যতীন কর্মকার বললেন, ‘চাহিদার কথা মাথায় রেখে কিছু জিনিসপত্র আগেই বানিয়ে রাখি।’

এবার কোরবানিদাতা ও নিউ বাবুপাড়ার বাসিন্দা আব্দুল মালেক বলেন, গত বছরের তুলনায় এবার ছুরি-কাঁচির দাম বেশি। লোহার দাম বেড়ে যাওয়ায় নাকি এসবের দাম বেড়েছে।

ছুরি-কাঁচিতে চলছে শাণ দেওয়া

অপরদিকে, মাংস বানানোর জন্য তেঁতুল ও বট গাছের খাইটার চাহিদাও বেড়েছে। স্থানীয় করাত কলগুলোতে কাঠের গুঁড়ি কিনতে অনেকেই ভিড় করেছেন। ৪০০ থেকে ৪৫০ টাকায় মিলছে এসব খাইটা।

নীলফামারী শহরের ডালপট্টি এলাকার কামার শশী মোহন্ত বলেন, ‘এই পেশা আমার বাপ দাদার। ৩৫ বছর ধরে নিজেও কাজ করছি। এখন অনেক যন্ত্রপাতি বের হয়েছে বলে কামার শিল্পের কদর কমেছে। তবে এলাকায় কোরবানির ঈদ এলে দা, বঁটির কাজ পাই। এরপর আর হাতে কাজ থাকে না।

নীলফামারী চেম্বার অব কমার্সের সভাপতি প্রকৌশলী এসএম শফিকুল আলম ডাবলু জানান, এটি প্রাচীন শিল্প। এখনও এটা অনেকে ধরে রেখেছেন। এ শিল্পের প্রধান উপকরণ হলো লোহা, ইস্পাত ও কয়লা। বর্তমানে এসবের দাম বেড়ে যাওয়ায় মালিকরাও অর্থ সংকটে পড়েছেন।

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
রাজশাহীতে সিন্ডিকেটের কৌশলে চামড়ার দরপতননির্ধারিত দামের অর্ধেকে চামড়া বিক্রি, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা
ঈদযাত্রার ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯০, আহত ১১৮২ জন
এবার ঈদে পদ্মা ও যমুনা সেতুতে ৬০ কোটি টাকার টোল আদায়
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক