X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কুড়িগ্রাম পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া সাড়ে চার কোটি টাকা

কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ জুলাই ২০২২, ২৩:০৬আপডেট : ১৬ জুলাই ২০২২, ২৩:০৯

কুড়িগ্রাম পৌরসভার সাড়ে চার কোটিরও বেশি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বিগত কয়েক বছর ধরে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এই বকেয়া পড়েছে বলে জানিয়েছে নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), কুড়িগ্রাম কার্যালয়।

খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম পৌরসভার পৌর অডিটোরিয়াম, পানি পরিশোধনাগার, বাসস্ট্যান্ড ও সড়ক বাতিসহ বিদ্যুৎ সংযোগের অন্তত ২২টি হিসাব নম্বর রয়েছে। এসব হিসাব নম্বরের কোনোটিতেই নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করা হয় না।

নেসকো সূত্র জানায়, কুড়িগ্রাম পৌরসভার বিদ্যুৎ বিলের মোট বকেয়ার পরিমাণ প্রায় চার কোটি ৫৫ লাখ টাকা। এর মধ্যে পানি শোধনাগারের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে কোটি টাকার ওপরে। এ ছাড়াও পৌরসভার আওতাধীন কুড়িগ্রাম কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ১২ লাখ টাকা।

কুড়িগ্রাম পৌরসভা সূত্র জানায়, পৌরসভার যে রাজস্ব আয় হয় তা দিয়ে পৌর কর্মচারীদের বেতন দেওয়ার পর তেমন অবশিষ্ট থাকে না। পৌরসভার সব খাত থেকে নিয়মিত রাজস্ব আদায়ও হয় না। শুধুমাত্র পানির বিল বাবদ গ্রাহকদের কাছে ৮০ লাখ টাকা রাজস্ব বকেয়া রয়েছে। এ ছাড়াও পৌরসভার আওতাধীন হাট-বাজারের দোকান ভাড়াও নিয়মিত আদায় হয় না। ফলে পৌর কর্তৃপক্ষ বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করতে পারে না।

আরও পড়ুন: বিল না দিলে সংযোগ বিচ্ছিন্ন হবে সরকারি প্রতিষ্ঠানের

পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিলের বিষয়ে জানতে চাইলে নেসকো, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম বলেন, ‘কুড়িগ্রামের প্রায় সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো গত জুন মাসে তাদের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছে। কিন্তু কুড়িগ্রাম পৌরসভার বিপুল পরিমাণ বিল বকেয়া রয়েছে যা সাড়ে চার কোটি টাকার ওপরে।’

বিল পরিশোধে পৌর কর্তৃপক্ষকে নিয়মিত তাগাদা দেওয়া হয় জানিয়ে এই নির্বাহী প্রকৌশলী বলেন, ‘প্রতি মাসে লিখিত চিঠির পাশাপাশি মৌখিকভাবেও পৌর কর্তৃপক্ষকে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য অনুরোধ করি। কিন্তু তাতেও কোনও কাজ হচ্ছে না। জেলা সদরে অন্য কোনও প্রতিষ্ঠানের এত বিল বকেয়া নেই।’

জানতে চাইলে কুড়িগ্রাম পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মাজহারুল আনোয়ার বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল বকেয়া থাকার কথা স্বীকার করে বলেন, ‘বিগত মেয়রের সময় থেকে বকেয়া পড়তে পড়তে বিপুল পরিমাণ বিল বকেয়া পড়েছে। গত জুনে ১০ লাখ টাকা বিল জমা দিয়েছি। এখন নিয়মিত বিল দিয়ে বকেয়ার পরিমাণ কমিয়ে আনা হবে।’

পৌরসভার আর্থিক অক্ষমতার কথা জানিয়ে পৌর নির্বাহী কর্মকর্তা বলেন, ‘একবারে এই বকেয়া পরিশোধের সক্ষমতা কুড়িগ্রাম পৌরসভার নেই। আমাদের আয়ের মূল উৎস রাজস্ব। কিন্তু প্রতি মাসে যে রাজস্ব আদায় হয় তাতে কর্মচারীদের বেতন ও অন্যান্য জরুরি চাহিদা মিটিয়ে আর অবশিষ্ট থাকে না। তবে আমরা প্রতি মাসে কিছু কিছু বিল দিয়ে বকেয়া বিল পরিশোধ করার চেষ্টা করবো।’

/এফআর/
সম্পর্কিত
জলবিদ্যুৎ আমদানিতে ভুটানের সঙ্গে চুক্তি শিগগিরই
রুশ হামলার পর ওডেসায় জরুরি বিদ্যুৎবিভ্রাট
বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সবাইকে স্বস্তি দেবে: প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি