X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

হিলিতে পেঁয়াজের কেজি ২০ টাকা

হিলি প্রতিনিধি
২২ জুলাই ২০২২, ১৮:২৭আপডেট : ২২ জুলাই ২০২২, ১৮:২৭

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে পাইকারিতে দাম কমেছে কেজিতে তিন থেকে পাঁচ টাকা। একদিন আগেও বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ ২১ থেকে ২২ টাকা কেজি বিক্রি হয়েছিল। শুক্রবার (২২ জুলাই) তা কমে ১৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০ টাকায়। 

পাশাপাশি নাসিক জাতের পেঁয়াজ ২৬ থেকে ২৭ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২২ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫ টাকায়। দাম কমায় খুশি নিম্নআয়ের মানুষসহ বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক বাবলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, হঠাৎ দেশের বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে গিয়ে দাম বেড়ে যায়।  গত ৪ জুলাই ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। ফলে দুই মাস বন্ধের পর ৫ জুলাই থেকে হিলিসহ দেশের সবগুলো বন্দর দিয়ে আমদানি শুরু হয়। মাঝে ঈদের ছুটির কারণে টানা আট দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ ছিল। একইভাবে দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়েও আমদানি বন্ধ ছিল। ঈদের ছুটির পর আবারও সবগুলো বন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে।

তিনি বলেন, সরবরাহ স্বাভাবিক রাখতে ও ভারতের বাজারে দাম কম হওয়ায় আমদানিকারকরা পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের জন্য এলসি খুলেছেন। ভারতে প্রচুর পরিমাণ পেঁয়াজ লোডিং হয়েছে আমাদের। দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজ দেশে ঢুকছে। কিন্তু সেই তুলনায় দেশের মোকামগুলোতে পেঁয়াজের চাহিদা তেমন নেই। চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দাম কমেছে। এছাড়া ভারতের অভ্যন্তরে যে পরিমাণ পেঁয়াজ লোডিং অবস্থায় রয়েছে, সেগুলো এলে দাম আরও কমে যাবে। একইসঙ্গে দেশি পেঁয়াজের দাম মোকামে মণপ্রতি ৪০০-৫০০ টাকা করে কমেছে। যে পেঁয়াজ আগে প্রতিমণ এক হাজার ৫০০ থেকে ৬০০ টাকা ছিল বর্তমানে তা কমে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা বিক্রি হচ্ছে। সে জন্য আমদানিকৃত পেঁয়াজেরও দাম কমেছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ঈদের ছুটি শেষে ১৬ জুলাই থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। ওই দিন বন্দর দিয়ে ২৮টি ট্রাকে ৭৮৩ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। পরদিন রবিবার বন্দর দিয়ে ৩২টি ট্রাকে ৮৫৮ টন, সোমবার ১৭টি ট্রাকে ৪৮০ টন, মঙ্গলবার ২৭ ট্রাকে ৭৭৪ টন, বুধবার ২৮টি ট্রাকে ৮১৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। বৃহস্পতিবার একদিনে ৪৬ ট্রাকে এক হাজার ৩৭৫ টন আমদানি হয়েছে। পেঁয়াজ কাঁচা পণ্য, তাই কাস্টমসের সব প্রক্রিয়া শেষে আমদানিকারকরা যাতে দ্রুত খালাস নিতে পারেন সে জন্য বন্দর কর্তৃপক্ষ  সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে রেখেছে।

/এএম/
সম্পর্কিত
হিলিতে কমপ্লিট শাটডাউনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত
স্থলবন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ, আটকা পণ্যবাহী ট্রাক, বিপাকে ব্যবসায়ীরা
ভারতে ঢুকে পড়া কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক