X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

আবারও চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

দিনাজপুর প্রতিনিধি
২৮ জুলাই ২০২২, ১৮:০৪আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৮:০৪

১৪ লাখ টাকা চুরির ২৪ দিনের মাথায় আবারও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৭ জুলাই) রাতের কোনও এক সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জানালা ভেঙে চুরির ঘটনা ঘটে।

নিরাপত্তাহীনতা ও অবহেলার কারণে বারবার চুরির ঘটনা ঘটছে বলে স্বীকার করেছেন স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। পুলিশ বলছে, প্রথমবার চুরি হওয়ার পরও সাবধানতা অবলম্বন করা হয়নি, নিরাপত্তায় ঘাটতি ছিল। 

এদিকে, চুরির বিষয়ে জানতে ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা। কি কি মালামাল চুরি হয়েছে তা জানাননি তারা। বিষয়টি তদন্ত করবে পিবিআই, তাই আলমারি, ড্রয়ারসহ যেসব জিনিস ভাঙা হয়েছে হাতে হাত দেননি কর্তৃপক্ষ।

স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, বুধবার রাতের কোনও এক সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর কক্ষের পেছনের জানালা ভেঙে ভেতরে ঢুকে চোরেরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার, ক্যাশিয়ারের, পরিসংখ্যান ও অফিস সহকারীর কক্ষসহ চারটি কক্ষের তালা ভেঙে আলমারি-ড্রয়ারসহ বিভিন্ন কাগজপত্র তছনছ করেছে তারা।

বৃহস্পতিবার সকালে চিরিরবন্দর থানা ও সিভিল সার্জন কার্যালয়কে বিষয়টি জানান স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন জেলা সিভিল সার্জন ডা. বোরহান-উল ইসলাম ও চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ। এ সময় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুরির বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান স্থানীয় ও জেলার সাংবাদিকরা। এ সময় স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলে তারা অপেক্ষা করতে বলেন। ঘণ্টাখানেক পর আবারও বিষয়টি জানতে চাইলে সিভিল সার্জন ডা. বোরহান-উল ইসলাম সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তার রুম থেকে বের হয়ে যেতে বলেন। বাধ্য হয়ে সাংবাদিকরা বের হয়ে যান।

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসনাত বলেন, চারটি কক্ষের তালা ভেঙেছে চোরেরা। তবে কি কি জিনিসপত্র নিয়ে গেছে এখনই বলা যাচ্ছে না। যেহেতু বিষয়টি পিবিআই তদন্ত করবে বলে জানিয়েছে, তাই কোনও কিছুতেই হাত দেওয়া হয়নি। তবে নিরাপত্তায় কিছুটা ঘাটতি ছিল বলে স্বীকার করেন তিনি। 

তিনি বলেন, অফিস চালানোর জন্য কিছু অর্থ থাকতে পারে, সম্ভবত সে অর্থ নিয়ে গেছে চোরেরা। এর আগেও টাকা চুরির ঘটনা ঘটেছিল। সে ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন হাতে পাইনি।

সিভিল সার্জন ডা. বোরহান-উল ইসলাম বলেন, ‌‘চুরির ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগেও অর্থ চুরির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় মামলা হয়েছে।

আগের চুরির ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আসলে এতগুলো টাকা হাসপাতালের ক্যাশিয়ারে রেখে দেওয়ার কোনও যৌক্তিকতা নেই। এজন্য দায়িত্বপ্রাপ্ত তিন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। ওই ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বলেন, এ ঘটনায় দোষীদের গ্রেফতার করতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। তবে প্রথম চুরি হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত ছিল।

এর আগে ৩ জুলাই দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক এলাকায় ক্যাশিয়ার কক্ষের জানালার গ্রিল ভেঙে স্টিলের আলমারি ও টেবিলের ড্রয়ারে রক্ষিত ১৪ লাখ টাকা চুরির ঘটনা ঘটে। সেসময় সিভিল সার্জন ১৪ লাখ টাকা চুরির বিষয়টি নিশ্চিত করলেও থানায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের দেওয়া অভিযোগে ৯ লাখ ৭০ হাজার টাকা চুরির কথা উল্লেখ করা হয়।

/এএম/
সম্পর্কিত
যেভাবে খালাস পেয়ে যাচ্ছে দুর্ধর্ষ আসামিরা
অন্যের হয়ে সরকারি চাকরির মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা পড়লেন ৩ জন
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
সর্বশেষ খবর
বাংলাদেশ কাঁটাতারে ঝুলছে: গয়েশ্বর চন্দ্র
বাংলাদেশ কাঁটাতারে ঝুলছে: গয়েশ্বর চন্দ্র
চাঁদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় অভিযুক্ত স্বামী যশোরে গ্রেফতার
চাঁদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় অভিযুক্ত স্বামী যশোরে গ্রেফতার
নির্বাচনি প্রচারে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল
নির্বাচনি প্রচারে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল
‘এভাবে আচমকা গোল হয়ে যাবে, চিন্তাও করিনি’
‘এভাবে আচমকা গোল হয়ে যাবে, চিন্তাও করিনি’
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
সাতক্ষীরায় আম পাড়া শুরু, ২৫০ কোটি টাকা বিক্রির আশা
সাতক্ষীরায় আম পাড়া শুরু, ২৫০ কোটি টাকা বিক্রির আশা