X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

হিলিতে কাঁচা মরিচের কেজি ৫০ টাকা

হিলি প্রতিনিধি
২১ আগস্ট ২০২২, ১১:৫৬আপডেট : ২১ আগস্ট ২০২২, ১১:৫৬

দিনাজপুরের হিলিতে দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমেছে। দুই দিন আগেও প্রতি কেজি দেশি কাঁচা মরিচ ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হয়। ভারত থেকে আমদানি অব্যাহত থাকায় ও দেশি কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় দাম কমেছে। বর্তমানে প্রতি কেজি ৭৫ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা আইয়ুব আলী বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়েছে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে কাঁচা মরিচের দাম আকাশ ছুঁয়ে যায়। তবে দাম কিছুটা কমতে শুরু করায় স্বস্তি ফিরেছে। যে কাঁচা মরিচ ২৫০ টাকা কেজি দরে কিনতে হচ্ছিল, এখন তা ৭৫-৮০ টাকায় নেমেছে।’

কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ‘দেশের বাজারে চাহিদা মেটাতে বেশ কিছুদিন ধরে বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। এতে আমদানিকৃত কাঁচা মরিচের সরবরাহ ভালো থাকায় দাম কমেছে। সেই সঙ্গে আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদন ভালো হয়েছে। তাই বাজারে দেশি কাঁচা মরিচের সরবরাহও আগের তুলনায় বেড়েছে।’

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, ‘সরবরাহ কমায় দেশের বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যায়। এমন অবস্থায় দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়। এরপর থেকে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। মোকামগুলোতে দাম অনেকটা কমে এসেছে। বর্তমানে দেশি কাঁচা মরিচ ৫০ টাকায় নেমে এসেছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। তবে আমদানি আগের তুলনায় কিছুটা কম হচ্ছে। চলতি সপ্তাহের প্রথম দিন গতকাল শনিবার বন্দর দিয়ে পাঁচটি ট্রাকে ১৩ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
৮৫০ কোটি টাকা ব্যয়ে এক লাখ টন সার কেনার সিদ্ধান্ত
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
হিলিতে কমপ্লিট শাটডাউনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক