X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ট্রাকচাপায় পা হারালো শিশু

দিনাজপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪০

মায়ের হাত ধরে রাস্তা পারাপার হচ্ছিল তিন বছর বয়সী সিয়াম। এই সময় একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। ধাক্কায় পড়ে গেলে শিশুটির ডান পায়ের ওপর দিয়ে চলে যায় ট্রাক। এতে ঘটনাস্থলেই ওই শিশুর ডান পায়ের গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় চিরিরবন্দর উপজেলার বেলতলী বাজারে এই ঘটনা ঘটে। সিয়াম উপজেলার নান্দেরাই ডুজুপাড়ার আরিফুল ইসলামের ছেলে। বর্তমানে শিশুটি দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এই ঘটনায় ট্রাক ও এর চালক খন্দকার আনোয়ার হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ। ওই চালক দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ির খন্দকার হবিবর রহমান বাদশার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে চিরিরবন্দর থানার এসআই নুর আলম জানান, দুপুর সোয়া ১২টায় বেলতলী বাজারে মা সালেহা বেগমের সঙ্গে রাস্তা পার হচ্ছিল সিয়াম। এ সময় পার্বতীপুর থেকে দিনাজপুরমুখী একটি চালবোঝাই ট্রাক রাস্তা পারাপার হওয়ায় মা ও শিশুকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। পরে শিশুটির ডান পায়ের ওপর দিয়ে ট্রাকটি চালে যায়। তাৎক্ষণিক শিশুর ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় স্থানীয়রা শিশুকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। একইসঙ্গে ধাওয়া দিয়ে ট্রাকটি থামিয়ে চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালককে আটক করে এবং ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসে।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, এই ঘটনায় এখনও কোনও অভিযোগ করা হয়নি। স্থানীয়রা মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। শিশুটির চিকিৎসা ব্যবস্থা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে পরিবারকে বলা হবে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বাসের ধাক্কায় চুয়েটের ২ শিক্ষার্থী নিহত, সহপাঠীদের আলটিমেটাম
যাত্রবাড়িতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
সর্বশেষ খবর
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক