X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ট্রাকচাপায় পা হারালো শিশু

দিনাজপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪০

মায়ের হাত ধরে রাস্তা পারাপার হচ্ছিল তিন বছর বয়সী সিয়াম। এই সময় একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। ধাক্কায় পড়ে গেলে শিশুটির ডান পায়ের ওপর দিয়ে চলে যায় ট্রাক। এতে ঘটনাস্থলেই ওই শিশুর ডান পায়ের গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় চিরিরবন্দর উপজেলার বেলতলী বাজারে এই ঘটনা ঘটে। সিয়াম উপজেলার নান্দেরাই ডুজুপাড়ার আরিফুল ইসলামের ছেলে। বর্তমানে শিশুটি দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এই ঘটনায় ট্রাক ও এর চালক খন্দকার আনোয়ার হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ। ওই চালক দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ির খন্দকার হবিবর রহমান বাদশার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে চিরিরবন্দর থানার এসআই নুর আলম জানান, দুপুর সোয়া ১২টায় বেলতলী বাজারে মা সালেহা বেগমের সঙ্গে রাস্তা পার হচ্ছিল সিয়াম। এ সময় পার্বতীপুর থেকে দিনাজপুরমুখী একটি চালবোঝাই ট্রাক রাস্তা পারাপার হওয়ায় মা ও শিশুকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। পরে শিশুটির ডান পায়ের ওপর দিয়ে ট্রাকটি চালে যায়। তাৎক্ষণিক শিশুর ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় স্থানীয়রা শিশুকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। একইসঙ্গে ধাওয়া দিয়ে ট্রাকটি থামিয়ে চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালককে আটক করে এবং ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসে।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, এই ঘটনায় এখনও কোনও অভিযোগ করা হয়নি। স্থানীয়রা মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। শিশুটির চিকিৎসা ব্যবস্থা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে পরিবারকে বলা হবে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলো পিকআপ ভ্যান, নিহত ৩
বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহতের ঘটনায় ২ জন আটক
সর্বশেষ খবর
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১.২ ডিগ্রি, বইছে তীব্র তাপপ্রবাহ
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১.২ ডিগ্রি, বইছে তীব্র তাপপ্রবাহ
জাতি আ.লীগের তওবার ধোঁকায় আর পড়বে না: হেফাজত
জাতি আ.লীগের তওবার ধোঁকায় আর পড়বে না: হেফাজত
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর 
রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর 
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান