X
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
২৫ অগ্রহায়ণ ১৪৩০

ট্রাকচাপায় পা হারালো শিশু

দিনাজপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪০

মায়ের হাত ধরে রাস্তা পারাপার হচ্ছিল তিন বছর বয়সী সিয়াম। এই সময় একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। ধাক্কায় পড়ে গেলে শিশুটির ডান পায়ের ওপর দিয়ে চলে যায় ট্রাক। এতে ঘটনাস্থলেই ওই শিশুর ডান পায়ের গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় চিরিরবন্দর উপজেলার বেলতলী বাজারে এই ঘটনা ঘটে। সিয়াম উপজেলার নান্দেরাই ডুজুপাড়ার আরিফুল ইসলামের ছেলে। বর্তমানে শিশুটি দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এই ঘটনায় ট্রাক ও এর চালক খন্দকার আনোয়ার হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ। ওই চালক দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ির খন্দকার হবিবর রহমান বাদশার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে চিরিরবন্দর থানার এসআই নুর আলম জানান, দুপুর সোয়া ১২টায় বেলতলী বাজারে মা সালেহা বেগমের সঙ্গে রাস্তা পার হচ্ছিল সিয়াম। এ সময় পার্বতীপুর থেকে দিনাজপুরমুখী একটি চালবোঝাই ট্রাক রাস্তা পারাপার হওয়ায় মা ও শিশুকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। পরে শিশুটির ডান পায়ের ওপর দিয়ে ট্রাকটি চালে যায়। তাৎক্ষণিক শিশুর ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় স্থানীয়রা শিশুকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। একইসঙ্গে ধাওয়া দিয়ে ট্রাকটি থামিয়ে চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালককে আটক করে এবং ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসে।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, এই ঘটনায় এখনও কোনও অভিযোগ করা হয়নি। স্থানীয়রা মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। শিশুটির চিকিৎসা ব্যবস্থা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে পরিবারকে বলা হবে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
নভেম্বরে সড়কে ঝরেছে ৪৬৭ প্রাণ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই অটোরিকশাযাত্রী নিহত
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেলো ২ কিশোরের
সর্বশেষ খবর
সাড়ে ৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক
সাড়ে ৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক
রেসিপি: আস্ত জলপাইয়ের মনপুরা আচার
রেসিপি: আস্ত জলপাইয়ের মনপুরা আচার
ব্যারিস্টার মইনুলের মৃত্যুতে সুপ্রিম কোর্টের বিচারকাজ অর্ধবেলা বন্ধ
ব্যারিস্টার মইনুলের মৃত্যুতে সুপ্রিম কোর্টের বিচারকাজ অর্ধবেলা বন্ধ
পুলিশকে কামড়ে পালালো হত্যা মামলার আসামি
পুলিশকে কামড়ে পালালো হত্যা মামলার আসামি
সর্বাধিক পঠিত
একাধিক দেশের ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা
মানবাধিকার লঙ্ঘনএকাধিক দেশের ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা
আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক আটক
আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক আটক
যুক্তরাজ্যে ভিজিট ভিসায় কাজের সুযোগ
যুক্তরাজ্যে ভিজিট ভিসায় কাজের সুযোগ
সেনাবাহিনী ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক নবায়ন
সেনাবাহিনী ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক নবায়ন
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি