X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘দেশে এখন মঙ্গা নেই, খাবারের অভাব নেই’

নীলফামারী প্রতিনিধি
০১ অক্টোবর ২০২২, ২৩:২৬আপডেট : ০১ অক্টোবর ২০২২, ২৩:২৬

নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, ‘২০০৯ সাল থেকে ক্ষমতায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৩ বছরে দেশের রাস্তাঘাট, কালভার্ট ও মসজিদ-মাদ্রাসার যে উন্নয়ন হয়েছে তা কোনও সরকারের আমলে হয়নি।’ 

তিনি বলেন, ‘নীলফামারীতে ইপিজেড হয়েছে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হয়েছে, মেডিক্যাল কলেজ হয়েছে, ২৫০ শয্যার হাসপাতাল ও যুব উন্নয়ন কেন্দ্র হয়েছে। নীলফামারী মেডিক্যাল কলেজে এ বছর চতুর্থ বর্ষে শিক্ষার্থী ভর্তি হয়েছে। আগামী বছর এখান থেকে চিকিৎসক বের হবে। এই সবকিছু শেখ হাসিনার অবদান।’

শনিবার (১ অক্টোবর) বিকালে নীলফামারীতে দরিদ্রদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে রিকশা-ভ্যান, হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জেলা শহরের বাসভবনের সামনে এসব উপকরণ দরিদ্রদের হাতে তুলে দেন।

আসাদুজ্জামান নূর বলেন, ‘এখন ১৫-১৬ বছরের ছেলেমেয়েরা মঙ্গার কথা বলতে পারবে না। একসময় মানুষ না খেয়ে মারা যেতো। এখন দেশে মঙ্গা নেই, মানুষ মঙ্গা কি জানে না। কারণ খাবারের কোনও অভাব নেই।’ 

বক্তব্য শেষে ছয় জনের মাঝে ছয়টি রিকশা, ১৩ জনের মাঝে ১৩টি রিকশা-ভ্যান, চার নারীকে চারটি সেলাই মেশিন ও ১২ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. তরিকুল ইসলাম বলেন, ‘সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আসাদুজ্জামান নূর
কবিতা পড়তে ও আবৃত্তি করতে ছন্দ জানা জরুরি: আসাদুজ্জামান নুর
আমাদের সামনে অনেক কাজ: আসাদুজ্জামান নূর
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘আর্টিফিশিয়াল রেইন’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘আর্টিফিশিয়াল রেইন’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি