X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নির্বাচনে অংশ না নিলেও ইভিএমে ভোট দিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা

লালমনিরহাট প্রতিনিধি
০২ নভেম্বর ২০২২, ২২:২৬আপডেট : ০২ নভেম্বর ২০২২, ২২:২৬

বর্তমান সরকারের অধীনে কোনও নির্বাচনে যাবে বলেই আগেই ঘোষণা দিয়েছে বিএনপি। এই নিয়ে কোনও নির্বাচনে প্রার্থীও দিচ্ছে না দলটি। একইসঙ্গে ভোটের মেশিন ইভিএমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এক যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি। দলটির অবস্থান চলমান ভোটের সিস্টেম ও ইভিএম মেশিনের বিরুদ্ধে হলেও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবার সেই ইভিএম মেশিনেই ভোট দিয়েছেন।

বুধবার (২ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে তিনি ১নং ওয়ার্ডের পাঠানপাড়া আবু তাহের নুরানী হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে ইভিএম মেশিনে নিজের ভোট দেন। যদিও এই উপনির্বাচনে বিএনপির দলীয় প্রতীকে কোনও প্রার্থী নেই। তবে লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে অংশ নেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এস এম আরাফুল হক মিঠু, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে একরামুল হক ও মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান ওরফে মোন্নাফ প্রতিদ্বন্দ্বিতা করেন। 

আট হাজার ৯৪১ ভোট পেয়ে নাজমুল হুদা লিমন বেসরকারি ফলাফলে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী দুই হাজার ৭০৬ ভোট পান। এ ছাড়া হাতপাখার একরামুল হক ৯১৩ ভোট ও মোটরসাইকেল প্রতীকে আব্দুল মান্নান ১৭১ ভোট পেয়েছেন। ৫৮ শতাংশ ভোট পড়েছে এই উপজেলা নির্বাচনে।

এই বিষয়ে জানতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করে এবং মেসেজ পাঠিয়েও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

পাঠানপাড়া আবু তাহের নুরানী হাফিজিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও লালমনিরহাট সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আব্দুস সামাদ আজাদ বলেন, ‘আসাদুল হাবিব দুলু দুপুরে সাড়ে ১২টার দিকে ভোট দিয়েছেন। তিনি ভোটারদের সঙ্গে কথাও বলেছেন।’

একই কথা বলেন সদর উপজেলার মোগলহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল ইসলাম। 

লালমনিরহাট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আজাদুল হেলাল বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করেছেন। এ নির্বাচনে বিএনপির হেভিওয়েট সিনিয়র নেতা ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুও ইভিএমে ভোট দিয়েছেন। যা ইতিবাচক হিসেবে দেখছি।’

লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, ‘আমরা দলীয় কোনও প্রার্থী দেইনি। দুলু ভাই ভোট দিয়েছেন কি না-সেটাও আমার জানা নেই। বিষয়টি জেনে তারপর বলতে পারবো।’

বিজয়ী নাজমুল হুদা লিমনের নির্বাচন করার প্রসঙ্গে বলেন, ‘আমরা বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলকে জানিয়েছি। এই বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে। যেহেতু কেন্দ্রীয়ভাবে আমাদের নির্বাচন করার কোনও সিদ্ধান্ত নেই।’

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বলেন, ‘বিএনপি মিথ্যা কথার দল। দলটির নেতারা যে মুখে ইভিএম মেশিনের বিরুদ্ধে বলছে- অথচ তারা কৌশলে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে। ইভিএম মেশিনে ভোটও দিচ্ছে। ওদের কথা জনগণ বিশ্বাস করে না।’

তিনি আরও বলেন, ‘যেখানে দলটির সমাবেশ মঞ্চে স্বীকৃত রাজাকারের সন্তানের আস্ফালন শোনা যায়। এখন ভাবতে হবে সেই দলটির রাজনৈতিক অধিকার এ দেশে নেই। কেননা, জাতির পিতার খুনিদের আশ্রয় দিয়েছে দলটি। রাজাকারদের আশ্রয় দিয়েছে দলটি। ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছে দলটি। নির্বাচন প্রতিহতের নামে মানুষ হত্যা করেছে দলটি। এমন কোনও অপরাধ নেই, যে দলটি করেনি। তাই এখনই ভাবতে হবে বিএনপিকে রাজনীতি করতে দেওয়া উচিত কি না?

তিনি আরও বলেন, ‘বিএনপি নেতার ভোট দেওয়ার ঘটনা প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ইভিএমে ভোট গ্রহণে কোনও বাধা নেই। ভোট গ্রহণে ইভিএম জনপ্রিয় মাধ্যম। তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। এতে গণতন্ত্রের বিজয় হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
মিয়ানমারের নির্বাচন নিয়ে যা বললেন জান্তা প্রধান
সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘বাংলাদেশের মতো রাশিয়ার নির্বাচনেও হস্তক্ষেপের চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র’
সর্বশেষ খবর
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি