X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন বন্ধের দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২২, ২৩:৩৮আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ২৩:৩৮

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও বালুবাহী গাড়ি চলাচল বন্ধের দাবি জানানো হয়েছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকতার (ইউএনও) কাছে লিখিত আবেদন জানিয়েছেন ওই ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী। 

বুধবার (২১ ডিসেম্বর) এলাকাবাসীর পক্ষে তিনি এ আবেদন করেন। তার আবেদনের একটি প্রাপ্তি স্বীকারপত্র এই প্রতিবেদকের কাছে এসেছে।

আবেদনপত্রে ওই মুক্তিযোদ্ধা বলেছেন, ‌‘গত কয়েক বছর ধরে যাদুরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধনারচর নতুন গ্রাম ও ১ নম্বর ওয়ার্ডের যাদুরচর নতুন গ্রামে ব্রহ্মপুত্র নদে ড্রেজার বসিয়ে বেপরোয়াভাবে বালু উত্তোলন চলছে। ফলে এসব গ্রামের পশ্চিমাংশ ইতোমধ্যে নদের মাঝে বিলীন হয়ে গেছে। বাকি অংশ ভাঙনের ঝুঁকিতে আছে। এ অবস্থায় স্বার্থান্বেষী মহলের যোগসাজশে অবৈধ ড্রেজার ও বালুবাহী ট্রাক্টর মালিকরা বালু ও মাটি উত্তোলন করে ওই এলাকাকে আরও ভাঙনের হুমকিতে ঠেলে দিচ্ছে। এছাড়া বালুবাহী ট্রাক্টরগুলো বেপরোয়াভাবে চলাচল করায় ওই এলাকার স্কুলগামী শিক্ষার্থীসহ স্থানীয়দের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এসব গাড়ি চলাচলের কারণে শব্দ দূষণসহ ধুলায় বসতবাড়িতে বসবাস করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। গ্রামীণ রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। অবৈধ ড্রেজার ও ট্রাক্টর মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের প্রতিরোধ করা যাচ্ছে না। গত বছর এসব বিষয়ে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিলেও ব্যবসায়ীরা তাদের এসব অবৈধ কার্যক্রম অব্যাহত রেখেছেন। এ অবস্থায় জনস্বার্থে পরিবেশ বিধ্বংসী অবৈধ এসব কার্যক্রম বন্ধের জন্য ইউএনওকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

ব্রহ্মপুত্র নদে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

মুক্তিযোদ্ধা সোহরাব আলী বলেন, ‘আমি বুধবার ইউএনও বরাবর অভিযোগ দিলেও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ এখনও ৮-১০টি ড্রেজার নদ থেকে বালু উত্তোলন করছে।’

এ ব্যাপারে জানতে রৌমারীর ইউএনও মো. পূবন আক্তারকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
ব্রিটেনে স্থায়ী হওয়ার পথে নতুন শর্তারোপ
ব্রিটেনে স্থায়ী হওয়ার পথে নতুন শর্তারোপ
মৃতের বৈধ ওয়ারিশদের মধ্যে ফারায়েজ অনুযায়ী পেনশন বণ্টনের প্রশ্নে হাইকোর্টের রুল
মৃতের বৈধ ওয়ারিশদের মধ্যে ফারায়েজ অনুযায়ী পেনশন বণ্টনের প্রশ্নে হাইকোর্টের রুল
এফডিসি-পলাশী সংযোগ সড়ক বাতিলের দাবিতে ১৫৭ বিশিষ্টজনের বিবৃতি
এফডিসি-পলাশী সংযোগ সড়ক বাতিলের দাবিতে ১৫৭ বিশিষ্টজনের বিবৃতি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়