X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

রাত পোহালেই বোদা পৌরসভার নির্বাচন, লড়ছেন বিএনপির ২ নেতাও

পঞ্চগড় প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২২, ২৩:০১আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ২৩:০১

রাত পোহালেই বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে পঞ্চগড়ের বোদা পৌরসভার নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে। নির্বাচনে চার জন মেয়র প্রার্থী, ৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ২৮ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনি প্রচার প্রচারণা শেষ হয়েছে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আজাহার আলীর সঙ্গে নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বোদা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন হাসানের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে শোনা যাচ্ছে।

তারা ছাড়াও মাঠে অপর স্বতন্ত্র প্রার্থী বোদা পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময় (জগ প্রতীক) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বোদা উপজেলা শাখার সহ-সভাপতি মওদুদ খানও (হাতপাখা প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও দলটির দুই স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় বিষয়টি নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা।

ভোটে নির্বাচিত হতে সব প্রার্থী নানা কৌশল অবলম্বন করছেন। প্রচার প্রচারণায় আওয়ামী লীগ এগিয়ে রয়েছেন। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী আখতার হোসেন হাসান একা একা হেঁটে হেঁটে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বিএনপির স্বতন্ত্র প্রার্থী আখতার হোসেন হাসান গত নির্বাচনে সহস্রাধিক ভোটের ব্যবধানে বর্তমান মেয়র আওয়ামী লীগের প্রার্থী ওয়াহিদুজ্জামান সুজার কাছে পরাজিত হয়েছিলেন। এবার বর্তমান মেয়র বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান সুজা এবার মনোনয়ন পাননি। তার পরিবর্তে মনোনয়ন পেয়েছেন বোদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আজাহার আলী। আওয়ামী লীগ প্রার্থীর বাড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডে যেখানে ভোটার সংখ্যা এক হাজার ৭৬ জন।

অপরদিকে আখতার হোসেন হাসানের বাড়ি ১নং ওয়ার্ডে। যেখানে ভোটার সংখ্যা এক হাজার ৭৬২ জন। ভোটের হিসাব-নিকাশসহ নানান বিশ্লেষণে কে কাকে পরাজিত করবে এটা নিয়ে সর্বত্রই ব্যাপক আলোচনা চলছে। শেষ পর্যন্ত কে হাসবে তার জন্য অপেক্ষা করতে ভোটের ফলাফল পর্যন্ত।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর জানান, সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে পৌরসভার ৯টি ভোট কেন্দ্রের ৪৮টি বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে মোট ১৪ হাজার ৫১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার সাত হাজার ৪৬১ এবং পুরুষ ভোটার সাত হাজার ৫১ জন।

তিনি আরও জানান, নির্বাচনে ৯টি কেন্দ্রে ৯ জন ম্যাজিস্ট্রেট ও একজন বিচারিক ম্যাজিস্ট্রেট, এক প্লাটুন বিজিবি সদস্যসহ র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

/এফআর/
সম্পর্কিত
বিকেএমইএ নির্বাচন: মোহাম্মদ হাতেমের প্যানেল বিজয়ী
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
নির্বাচন বিলম্বিত হলে জনগণ রাস্তায় নামবে: ফারুক
সর্বশেষ খবর
‘নাজুক যুদ্ধবিরতি’: বন্দুক নীরব, কিন্তু শান্তি কি টিকবে?
ভারত-পাকিস্তান সংঘাত‘নাজুক যুদ্ধবিরতি’: বন্দুক নীরব, কিন্তু শান্তি কি টিকবে?
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো শারমিনরা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ালো শারমিনরা
সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি
সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি
ভুটানকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ভুটানকে অনায়াসে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ