X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সাবেক মন্ত্রীর এপিএসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আরও তথ্য পাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২২, ২০:৪৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ২০:৪৩

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সাবেক এক মন্ত্রীর এপিএসের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে করা প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এ ঘটনায় যাকে সন্দেহ হচ্ছে তাকেই জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করছে পুলিশ। আমরা অনুসন্ধান করছি, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের বাড়িতে নাকি জঙ্গিরা কয়দিন লুকিয়ে ছিল। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে। আমরা মনে করি, তার কাছ থেকে আরও তথ্য পাবো।’

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলায় নতুন ভুল্লী থানার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘তারা যদি রাস্তা অবরোধ করে, কিছু করার চেষ্টা করে তাহলে কি মামলা হবে না? অন্য রাজনৈতিক দলগুলো যে ভাবে করে, সেভাবে করলে আমাদের কোনও আপত্তি নেই। তারা যদি ভাঙচুর, অগ্নিসংযোগ করে, রাস্তা ব্যারিকেড দেয়, রাস্তায় বসে পড়ে তখন নিরাপত্তা বাহিনী বসে থাকবে না, তখন তারা তাদের কাজ করবে।’

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর শোচনীয় পরাজয় প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচন করলে হারজিত হবেই। রংপুর অঞ্চল জাতীয় পার্টির সুতিকাগার। এটা সেটারই একটি অংশ। সেখানে জাতীয় পার্টির অবস্থান শক্ত থাকবে এটাই স্বাভাবিক। এ ছাড়াও আওয়ামী লীগের একাধিক প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছিল, নির্বাচনে যা হয়, তাই হয়েছে। এ বিষয়ে কোনও মন্তব্য নেই।’

এর আগে তিনি একটি বেসরকারি সংস্থার আয়োজনে ঠাকুরগাঁও সদর উপজেলার আঁকচায় জীবন বৈচিত্র্য জাদুঘরের মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধনী করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশীসহ অন্যান্যরা।

/এফআর/
সম্পর্কিত
ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সাক্ষাৎকার, ‘প্রোপাগান্ডা’ বলছে প্রেস উইং
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ৯ ব্যাংক হিসাবের ১২ কোটি টাকা অবরুদ্ধ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ‘অবৈধপথে ভারতে গেছেন’ 
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি