X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘কোথায় তাদের আন্দোলন, ঘোড়ার ডিম’

নীলফামারী প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৩, ১৯:৩১আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৯:৩৬

আওয়ামী লীগ কচুপাতার শিশির বিন্দু নয় যে, টোকা দিলেই পড়ে যাবে উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের শিকড় বাংলার মাটি ও মানুষের অন্তরে। এদেশের মাটি ও মানুষের সঙ্গে আওয়ামী লীগের গভীর সম্পর্ক রয়েছে। যা বিএনপির নেই।’

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনের নামে ঘোড়ার ডিমপাড়া আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে আগামী জানুয়ারিতে ফাইনাল খেলা হবে। সেই খেলায় সব অপরাজনীতিকে পরাজিত করে দেশকে সমৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছানো হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী জানুয়ারির নির্বাচনে আবারও আমরা সরকার গঠন করবো। উন্নয়নের ধারা অব্যাহত রেখে জনগণকে বঙ্গবন্ধুর সোনার বাংলা উপহার দেবো।’

রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুরের অফিসার্স কলোনির ফাইভ স্টার মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, খেলা হবে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, যারা মায়ের কোল খালি করেছে তাদের বিরুদ্ধে, খেলা হবে যারা আইন করে জাতীর পিতার বিচার বন্ধ করেছে তাদের বিরুদ্ধে, খেলা হবে জামায়াত শিবিরের বিরুদ্ধে। এজন্য আমাদের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।’

বিদেশে বসে তারেক রহমান নানা ধরনের ষড়যন্ত্র করছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে এসে রাজনীতি করার সৎ সাহস নেই তার। তারা ১০ ডিসেম্বর সরকারের পতনের হুমকি দিয়েছিল। কোথায় তাদের আন্দোলন, ঘোড়ার ডিম। তাদের আন্দোলনের কোনও ইস্যু নেই। কারণ জনগণ তাদের সঙ্গে নেই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আলোর পথে নিয়ে এসেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। দেশের অসহায় মানুষের জন্য ৩০ লাখ কম্বল দিয়েছে এই সরকার। আজ রংপুর বিভাগের ৯ জেলায় ৩০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। শীত, বন্যা ও দুর্যোগে সবসময় জনগণের পাশে থাকে আওয়ামী লীগ।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘দুর্যোগে মানুষের পাশে কখনও বিএনপিকে খুঁজে পাওয়া যায় না। তারা শীতের পাখির মতো ভোটের সময় আসে। চাঁদা তুলে মনোনয়ন-বাণিজ্য করে আবার চলে যায়।’ 

/এএম/
সম্পর্কিত
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
অটোরিকশাচালককে হত্যার পর বস্তায় ভরে খালে ফেলে দিয়েছিল তারা: পুলিশ
অটোরিকশাচালককে হত্যার পর বস্তায় ভরে খালে ফেলে দিয়েছিল তারা: পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী