X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আশ্রয়ণ প্রকল্পে মেলেনি ঠাঁই, রাস্তার ওপরে মা-মেয়ের বাস

তৈয়ব আলী সরকার, নীলফামারী
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৮

রাস্তার পাশে ঝুপড়ি ঘর। রান্না করার চুলাটিও রাস্তায়। তাদের বসবাসের ঘরটির ৫০০ গজ দূরেই নির্মাণ করা হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের ঘর। কিন্তু তাদের সেখানে ঠাঁই মেলেনি। 

নীলফামারী জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের কানাইকাটা কামারপাড়া গ্রামের পণ্ডিত রায়ের দ্বিতীয় স্ত্রী ময়না রানী (৫৫) ও তার মেয়ে পপি রানী (১২)। রাস্তার খাস জমিতে তাদের বাস। পরিবারটি প্রায় ১২ বছর ধরে সেখানে বসবাস করে আসছে। তাদের নেই কোনও স্বাস্থ্যসম্মত পায়খানা, নেই বিদ্যুৎ ব্যবস্থা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার ধারে একটি দোচালা টিনের ঝুপড়ি ঘরে থাকেন মা-মেয়ে। সেখানে রান্নার জায়গা না থাকায় রাস্তায় চুলা বানিয়ে রান্নার কাজ চলে। ময়না দিনমজুর হিসেবে কাজ করেন। 

ওই গ্রামের বাসিন্দা জামরুল ইসলাম বলেন, ময়নার মতো মানুষ যদি সরকারি সহযোগিতা ও আশ্রয়ণ প্রকল্পের ঘর না পায়, তাহলে কে পাবে? অসহায় এই মা ও মেয়েকে একটি ঘর বরাদ্দ দেওয়া খুবই জরুরি।

পপির কাকা রমনি কান্ত বলেন, ‘রাস্তাটি পাকা করলে থাকার জায়গাটুকুও হারিয়ে যাবে। তাদের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর দিতে সরকারের প্রতি অনুরোধ জানাই।’

ভুক্তভোগী ময়না বলেন, ‘মোর (আমার) স্বামী আরও একটা বিয়া করি সেই স্ত্রী-সন্তান নিয়া অন্যখানে সংসার করে। অনেকদিন হয়, হামার (আমার) কোনও খোঁজ খবর নেয় না। মুই মাইনষের (অন্য) বাড়িতে কাজ ও মজুরি করে যা পাও তাই দিয়া কোনও রকমে জীবন বাঁচে। আর রাস্তার উপড়োত (ওপরে) একেনা (একটা) ঘর বানে (তৈরি) বেটিটাক (মেয়ে) নিয়া বাস করো। হামাক (আমাকে) দেখার কাহ্ই (কেউ) নাই। চেয়ারম্যান-মেম্বারের পাছে পাছে বেড়েও থাকির ঘর পাও নাই।’

ঘরের সামনে দাঁড়িয়ে পপি

তিনি আরও বলেন, ‘ছাওয়াটাক (মেয়ে) চতুর্থ শ্রেণি পর্যন্ত লেখাপড়া করাছু, টাকার অভাবে আর পড়েবার পাও নাই। চেয়ারম্যান-মেম্বার হামাক কোনও সাহায্য (কার্ড, মাতৃভাতা) দেয় না। বাড়ির পাশোত সরকার মাইনশোক ঘর দেয়ছে হামাক না দে। একটা ঘরের জন্য চেয়ারম্যানের কাছোত গেছুনু। কাগজ জমা দিবার কইছে তাও দিছু কিন্তুক হামাক কোনও ঘর দেয় নাই।’

পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের কানাইকাটা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রহিম বলেন, ‘ঘরের তালিকায় ময়নার নাম দেওয়া হয়েছিল। কিন্ত চূড়ান্ত তালিকা থেকে উপজেলা প্রশাসনের লোকজন এসে তার নাম বাদ দেয়। আমি কী করবো! তাছাড়া তহশিলদার, ইউএনও ঘর দেওয়ার বিষয়ে আমাদের জিজ্ঞাসাও করেনি। আমরা ঘরের ব্যাপারে কোনও কিছুই জানি না। তবে ময়না প্রকৃতপক্ষে একজন ভূমিহীন নারী। আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়ার যোগ্য বলে আমি মনে করি। তিনি কেন ঘর পেলেন না তা ভালো বলতে পারবে তহশিলদার ও ইউএনও।’

এ বিষয়ে পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ঘরের সব আবেদনে স্বাক্ষর করেছি, কিন্তু সে কেন ঘর পায়নি সেটা আমার জানা নেই। ময়না ঘর পাওয়ার যোগ্য কিন্তু কেন পেল না আমি তা জানি না।’

তিনি বলেন, ‘ওই প্রকল্পের সম্পূর্ণ কাজ তহশিলদার ও ইউএনও  করেছেন। আমার পরিষদ কিছুই জানে না। আমাদের কোনও কথা রাখেনি।’

এ বিষয়ে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার বলেন, ‘এই মুহূর্তে আমার এ বিষয়ে মনে নেই। তবে যদি তিনি প্রকৃত ভূমিহীন হয়ে থাকেন তাহলে ঘর পাবেন। স্থানীয় মেম্বারের সঙ্গে কথা বলে ঘর দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।’

এ ব্যাপারে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ জানান, এটি স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাজ। তারা তৃণমূলে যাচাই-বাছাই করে প্রকৃত ভূমিহীনদের তালিকা দেওয়ার কথা। ময়না কেন ঘর পেলেন না তা তদন্ত করে দেখা হবে।

/আরআর/
সম্পর্কিত
কোথাও যাতে ভোক্তাদের হয়রানি না হয়, নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের অর্ধেক জেলা সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীনমুক্ত
বিএনপি-জামায়াতের সুমতি হোক, অগ্নিসন্ত্রাস বন্ধ করুক: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন