X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

এবারও কলেজটি থেকে মেডিক্যালে চান্স পেলেন ৩৬ শিক্ষার্থী

নীলফামারী প্রতিনিধি
১৪ মার্চ ২০২৩, ১৯:৪৩আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২০:৩৪

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবার মেডিক্যালের (এমবিবিএস) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন ৩৬ শিক্ষার্থী। এরমধ্যে ছেলে ২০ ও মেয়ে ১৬ জন।

রবিবার (১২ মার্চ) প্রকাশিত মেডিক্যালের ভর্তি পরীক্ষার ফলাফল অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে। গতবার এই কলেজ থেকে ৩৯ জন মেডিক্যালে চান্স পেয়েছিল। এই কলেজ থেকে বরাবরই এসএসসি ও এইচএসসি পরীক্ষায়ও বোর্ড সেরা ফলাফল করে। বিষয়টি নিশ্চিত করেন কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক।

মেডিক্যালের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ৩৬ জনের মধ্যে সবচেয়ে বেশি (১০ জন) সুযোগ পেয়েছেন রংপুর মেডিক্যাল কলেজে। তারা হলেন- রাকিবুল ইসলাম সিফাত, সাদিকুল হাবিব, রেজওয়ান রিতু, অহনা, তাসিন বিনতে রিয়াজ, নাজিয়া নুসরত ইমু, নাফিস ফুয়াদ, আফ্রিদি হাসান সিয়াম, বৃষ্টি রায় ও তমালিকা হক।

রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ছয় জন। তারা হলেন, সায়েম, জান্নাতুল ফেরদৌস, সায়েম, সানজিদা শর্মি, আফিয়া ইবনাত ও সেজানুর রহমান। ঢাকা মেডিক্যালে চান্স পাওয়া চার জন হলেন, নিলয়, পারভেজ, কানিজ ফাতেমা ও মাইশা।

শহীদ আফ্রিদি, ধীরাজ রায় ও রাফিন সাদ ময়মনসিংহ মেডিক্যাল কলেজে চান্স পেয়েছেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন দুজন। তারা হলেন জিসান রসুল ও শ্রীদেবী রায়।

মাগুরা মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন রাফিয়া সুলতানা, পটুয়াখালী মেডিক্যাল কলেজে ইসরাত জাহান, মুগদা মেডিক্যালে নওশিন নিধি, বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজে ইশতিয়াক ও আহসান হাবিব ইমন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে মনতাসির শিহাব ও সানজিদা ফারজানা মেধা, পাবনা মেডিক্যাল কলেজে শাহরিয়ার হোসেন শিমুল, খুলনা মেডিক্যাল কলেজে দিপাংকর রায়, নেত্রকোনা মেডিক্যাল কলেজে রিজভি, নীলফামারী মেডিক্যাল কলেজে আসাদুজ্জামান দিব্য।

নীলফামারী মেডিক্যাল কলেজে চান্স পাওয়া আসাদুজ্জামান দিব্য জানান, জেলার সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষকদের পাঠদানের মান ভালো। তাই শিক্ষার্থীরা লেখাপড়ায় ভালো হয়। এখানে শিক্ষক ও শিক্ষার্থীর ক্লাসে ফাঁকি দেওয়ার কোনও সুযোগ নেই। এ কারণে আজকে এই কলেজ থেকে ৩৬ জন বিভিন্ন মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছে।

কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে এবার ২৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরমধ্যে ২২৬ জন জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে ৩৬ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। আমি তাদের মঙ্গল কামনা করি।

তিনি বলেন, ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় সৈয়দপুর কারিগরি মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করে সৈয়দপুরে সরকারি বিজ্ঞান কলেজ নামকরণ করেন। এখানে শুধু বিজ্ঞান বিষয়ে পড়ানো হয়।

উল্লেখ্য, ২০২২ সালে এই কলেজের ৩৯, ২০২১ সালে ৪০, ২০১৯ সালে ৩৬, ২০১৮ সালে ৩৮ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়