X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দণ্ডিত চেয়ারম্যান ‘পলাতক’, সেবাবঞ্চিত জনগণ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ মার্চ ২০২৩, ১১:২১আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১১:২১

কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মিয়া গত তিনদিন ধরে ইউনিয়ন পরিষদে যাচ্ছেন না। এতে সেবাবঞ্চিত হয়ে বিড়ম্বনায় পড়েছেন ইউনিয়নবাসী। 

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলতে দেখা গেছে। 

একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, চেয়ারম্যান লিটনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তিনি তিনদিন ধরে আত্মগোপনে আছেন।

কুড়িগ্রাম জজ আদালত সূত্রে জানা গেছে, চেক ডিজঅনারের (এনআই অ্যাক্ট) দুটি মামলায় পৃথকভাবে চেয়ারম্যানকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুই মামলায় তাকে ১১ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। কুড়িগ্রাম জজ আদালতের যুগ্ম দায়রা জজ (প্রথম আদালত) মো. হাবিবুর রহমান গত ১৩ ফেব্রুয়ারি এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত লিটন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামসুজ্জামান রুবেল এসব তথ্য নিশ্চিত করেছেন। 

আদালতের সেরেস্তাদার আকতার আহসান হাবীব কাজল জানান, গত ৯ মার্চ লিটনের গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়েছে। 

ফেব্রুয়ারি মাসে রায় ঘোষণা ও পরোয়ানা জারি হলেও একমাস পর পরোয়ানার কপি পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়েছে। পরোয়ানা পৌঁছার খবরে লিটন পরিষদে যাওয়া বন্ধ করেছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত সাজাপ্রাপ্ত লিটনকে গ্রেপ্তার করেনি পুলিশ।

ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলছে

বেলগাছা ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা গেছে, সেবাপ্রত্যাশীরা বিভিন্ন আবেদন নিয়ে গিয়ে ফিরে যাচ্ছেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদসহ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী। অনেকে বাধ্য হয়ে আবেদন জমা রেখে যাচ্ছেন।

সন্তানের জন্ম নিবন্ধন করতে যাওয়া ওই ইউনিয়নের সবুজ মিয়া ও রঞ্জু মিয়া বলেন, ‘জন্ম নিবন্ধনের আবেদন নিয়ে এসে দেখি চেয়ারম্যান নেই। বাধ্য হয়ে ফিরে যাচ্ছি। আমাদের মতো অনেকে ফিরে যাচ্ছে।’

প্রত্যয়ন নিতে যাওয়া তাজুল ইসলাম প্রত্যয়নপত্র পরিষদে নথিভুক্ত করলেও চেয়ারম্যান না থাকায় অসম্পূর্ণ প্রত্যয়ন নিয়ে ফিরে যাচ্ছিলেন। চেয়ারম্যানের স্বাক্ষরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তার সঙ্গে দেখা করে স্বাক্ষর নেব।’

বেলগাছা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য সাগর চৌধুরী বলেন, ‘চেয়ারম্যান কয়েকদিন থেকে পরিষদে আসছেন না। এতে করে জনগণকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আমরাও খুব যন্ত্রণায় আছি।’

১ নম্বর ওয়ার্ড সদস্য তসলিম উদ্দিন বলেন, ‘চেয়ারম্যান নিয়মিত ইউনিয়ন পরিষদে আসেন না। ইউনিয়নবাসীর বিভিন্ন ট্যাক্সের টাকা উত্তোলন করে তিনি অ্যাকাউন্টে জমা না করে আত্মসাৎ করেছেন। এখন সাজা হওয়ায় কয়েকদিন থেকে পরিষদেও আসছেন না।’

বেলগাছা ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবির বলেন, ‘চেয়ারম্যান অনুপস্থিত থাকার কারণে জন্ম নিবন্ধন করতে সমস্যা হচ্ছিল। পরে সোমবার রাতে তার সঙ্গে মোবাইলে যোগাযোগ সম্ভব হলে তিনি সনদের কাগজে স্বাক্ষর করে সেগুলো লোক দিয়ে পাঠিয়েছেন। ’

সাজাপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান লিটনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাজার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘আমি জরিমানার অর্ধেক টাকা জোগাড় করে আদালতে জমা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। বিষয়টি আমি আইনগতভাবে মোকাবিলা করবো।’  

পরিষদে না যাওয়ার ও জনভোগান্তির বিষয়ে লিটন বলেন, ‘আমি প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছি।’ 

তবে ইউনিয়নের ট্যাক্সের টাকা আত্মসাতের অভিযোগের বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন এই ইউপি চেয়ারম্যান।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/আরআর/
সম্পর্কিত
ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষে প্রশাসক নিয়োগ করতে পারবে সরকার
অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা
ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে হবে: তাজুল ইসলাম
সর্বশেষ খবর
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!