X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘স্যার’ বলা নিয়ে রংপুরের ডিসির সঙ্গে কী হয়েছিল শিক্ষকের?

লিয়াকত আলী বাদল, রংপুর
২৪ মার্চ ২০২৩, ০০:২০আপডেট : ২৪ মার্চ ২০২৩, ২১:১০

রংপুরের জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীনকে ‘স্যার’ বলতে বাধ্য করার অভিযোগ তুলেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক উমর ফারুক। বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে মেয়েকে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন অধ্যাপক উমর ফারুক। পরে জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন কার্যালয় থেকে নেমে এসে দুঃখপ্রকাশ করলে বিষয়টির সেখানে ইতি ঘটে। তবে এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ মার্চ) বিবৃতি দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ স্বাক্ষরিত বিবৃতি বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, ‘রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক উমর ফারুককে জনসম্মুখে রংপুরের জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন “স্যার” সম্বোধন করাতে বাধ্য করার ঘটনায় রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অত্যন্ত ব্যথিত, বিব্রত ও ক্ষুব্ধ। বিষয়টি গোটা শিক্ষক সমাজকে মর্মাহত করেছে। অধ্যাপক উমর ফারুকের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।’ 

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি নিয়ে ওই দিনই আমি দুঃখপ্রকাশ করেছি। সেদিনই ঘটনাটি মীমাংসা হয়ে গেছে। এখন আবার নতুন করে বিষয়টি কেন সামনে আনা হচ্ছে বুঝতেছি না। আমি তো ওই শিক্ষককে স্যার ডাকতে বাধ্য করিনি। এমনকি বলিনি আমাকে স্যার ডাকতে। তারা কেন বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করছেন জানি না। দুঃখপ্রকাশের পর থেকে ওই শিক্ষক আমার সঙ্গে এ নিয়ে এখন পর্যন্ত কোনও কথা বলেননি। এখন শিক্ষক সমিতি কেন বিবৃতি দিয়েছে, তা জানি না।’

এর আগে বুধবার হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বসে পড়েন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক। ওই সময় তার মেয়েও সঙ্গে ছিল। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‌‘রংপুরের জেলা প্রশাসককে স্যার ডাকতে বাধ্য করায় অবস্থান কর্মসূচি।’ এই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার শুরু হয়।

আসলে কী নিয়ে ঘটনার সূত্রপাত জানতে চাইলে সহযোগী অধ্যাপক উমর ফারুক বলেন, ‘বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীনের সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে যাই। মূলত আমার পরিচালিত একটি স্কুলের বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রাম চলাকালে রংপুরের প্রথম শহীদ শংকু সমজদারের নামে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলটি গত তিন বছর ধরে পরিচালনা করে আসছি আমি। সেই স্কুলের কাজে গিয়েছিলাম।’

তিনি বলেন, ‘জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার সময় তাকে আপা বলে সম্বোধন করি। এ সময় জেলা প্রশাসক আমাকে বলেন, আমি নারী না হলে কি বলে সম্বোধন করতেন? তখন বলি, ভাই বলতাম। তখন জেলা প্রশাসক বলেন, আমার চেয়ারের একটা সম্মান আছে। অবশ্যই স্যার বলা উচিত। বিষয়টি নিয়ে তার সঙ্গে আমার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সেখান থেকে বেরিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে প্রধান ফটকের সামনে আমার মেয়েকে সঙ্গে নিয়ে অবস্থান কর্মসূচি পালন শুরু করি।’

এদিকে, অবস্থান কর্মসূচি পালনের বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ছুটে এসে ওই কর্মসূচিতে অংশ নেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসক তার কার্যালয় থেকে নিচে নেমে এলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষকও সেখানে উপস্থিত হন। এ অবস্থায় শিক্ষক-শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন জেলা প্রশাসক। সেই সঙ্গে বলেন, ‘উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখপ্রকাশ করছি। আমি ওই শিক্ষককে স্যার সম্বোধন করতে বলিনি। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এজন্য দুঃখপ্রকাশ করছি।’ তখন বিষয়টির সেখানেই ইতি ঘটেছিল। 

এ ব্যাপারে রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ বলেন, ‘জেলা প্রশাসকের এমন আচরণ দুঃখজনক। জেলা প্রশাসককে কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্যার বলবেন।’ 

জানতে চাইলে বেরোবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. তুহিন আহমেদ বলেন, ‘সাংবিধানিকভাবে এবং সরকারিভাবে আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও স্যার ডাকার বিপক্ষে ছিলেন। ৩০ লাখ শহীদের জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত বাংলাদেশে একজন কর্মচারী স্যার হয়ে উঠার বদলে সেবক হয়ে উঠবেন—এটাই আমাদের প্রত্যাশা।’

/এএম/
সম্পর্কিত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ জনের বিরুদ্ধে দুদকের আরও এক মামলা
অস্থিরতার মধ্যেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিমুক্ত ঘোষণা করলেন উপাচার্য
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তিলোত্তমা ও সম্পাদক তাফসির
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া