X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

হিলির বাজারে আম, কেজি ৩০০ টাকা

হিলি প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৩, ২০:৫৩আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ২০:৫৩

দেশের আম গাছে সবেমাত্র গুটি এসেছে। বাজারে আসতে আরও সময় লাগবে। তবে রমজানে ফলের বাড়তি চাহিদাকে ঘিরে ইতিমধ্যেই হিলির বাজারে উঠেছে কাটিমন জাতের আম। তবে এ এম দেশি জাতের নয়, এটি ভারতীয় জাতের আম। হিলির বাজারে প্রতি কেজি আম ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কেউ কেউ নতুন ফলের স্বাদ নিতে কিনলেও বেশি দামের কারণে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন।

সোমবার (৩ এপ্রিল) সরেজমিন হিলি বাজারের ফলপট্টিতে বিভিন্ন ফলের দোকান ঘুরে দেখা গেছে, বাজারের সবকটি ফলের দোকানেই দেশি ও আমদানিকৃত বিভিন্ন ধরনের ফল রয়েছে। শুধুমাত্র একটি মাত্র ফলের দোকানে রয়েছে এম।

হিলি বাজারে ফল কিনতে আসা ইব্রাহিম আলী বাংলা ট্রিবিউনকে বলেন, সাধারণত রমজান মাসে ইফতারিতে বিভিন্ন ধরনের ফল দিয়ে ইফতারি করার চেষ্টা থাকে। তাই বাজারে তরমুজ ও আপেল কিনতে এসেছিলাম। এর মধ্যে ফলের দোকানে নতুন ফল হিসেবে আম দেখতে পেলাম। যেহেতু মৌসুমের প্রথম ও রমজান মাস তাই নতুন ফলের স্বাদ নিতে দাম বেশি হলেও অল্প পরিমাণে নিলাম। তবে দামটা যদি একটু কম হতো হাতের নাগালের মধ্যে থাকতো তাহলে সবাই আমের স্বাদ নিতে পারতো।

অপর ক্রেতা সুজন হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বাজারে নতুন ফল আম দেখতে পেয়ে কেনার ইচ্ছা হয়েছিল। কিন্তু দাম শুনে আর কেনার ইচ্ছে নেই। কারণ আমের কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। এত টাকা দিয়ে আম কিনে খাওয়ার মত সামর্থ্য নেই।

বিক্রেতা আতিয়ার রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের দেশীয় জাতের আম গাছে ছোট গুটি আকার ধারণ করেছে। এই আম বাজারে আসতে আরও কিছু দিন সময় লাগবে। যেহেতু রমজান মাস চলছে তাই এসময়ে ফলের বেশ চাহিদা থাকে। ইতিমধ্যেই পার্শ্ববর্তী দেশ ভারতে কাটিমন জাতের আম উঠতে শুরু করেছে। কিছু টোকাই বাহিনী রয়েছে যারা সীমান্তরক্ষী বাহিনীকে ফাঁকি দিয়ে এসব আম ভারত থেকে এনে দেশে বিক্রি করছে। আজকেই প্রথম বাজারে এসব আম তারা নিয়ে আসছে, আমি একজনের কাছ থেকে পাঁচ কেজি আম নিয়েছি ২২০ টাকা কেজি দরে। যেহেতু কাঁচামাল পচে নষ্ট হয়ে যায়, যার কারণে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করছি। নতুন ফল হিসেবে কেউ কেউ অল্প পরিমাণে নিচ্ছেন। তবে দাম বাড়তির কারণে অনেকেই দাম শুনে না নিয়ে ফিরে যাচ্ছেন।

/এফআর/
সম্পর্কিত
আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম
পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?