X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

৬ লাখ মুসল্লির জন্য প্রস্তুত গোর-এ-শহীদ ঈদগাহ

বিপুল সরকার সানি, দিনাজপুর
২১ এপ্রিল ২০২৩, ১০:০০আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১০:০০

ঈদ জামাতের জন্য প্রস্তুত বৃহৎ ঈদগাহ মাঠ দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান। সৌন্দর্যবর্ধনের কাজের পাশাপাশি নামাজ আদায়ের জন্য মাঠে মাটি ভরাট, সংস্কার, রঙ ও ধোয়ামোছার কাজ শেষ হয়েছে। নির্মাণ হচ্ছে ওয়াচ টাওয়ার। এবার ছয় লাখ মুসল্লি সমাগমের আশা নিয়ে প্রস্তুত করা হয়েছে এই ঈদগাহ।

আয়োজকরা জানিয়েছেন, প্রায় ২২ একর আয়তনের গোর-এ-শহীদ বড় ময়দানের ৫২ গম্বুজের ঈদগাহ মিনারের সামনে হবে ঈদ জামাত। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। শুধু দিনাজপুর নয়, আশপাশের জেলার মানুষও এই জামাতে অংশ নেবেন। ছয় লাখ মুসল্লির জন্য প্রস্তুত করা হচ্ছে মাঠ। সকাল ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা শামসুল হক কাসেমী।

এবার ছয় লাখ মুসল্লি সমাগমের আশা নিয়ে প্রস্তুত করা হয়েছে এই ঈদগাহ

জেলা প্রশাসন জানিয়েছে, বড় এই ঈদ জামাতে দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লি যাতে অংশ নিতে পারেন, সে জন্য প্রচার চালানো হয়েছে।নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ঈদগাহ মাঠজুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। সকাল ৭টা থেকে মুসল্লিরা মাঠে প্রবেশ করতে পারবেন। ১৯টি গেট মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। শুধুমাত্র জায়নামাজ ও ছাতা নিয়ে ঈদগাহে প্রবেশ করতে পারবেন মুসল্লিরা। থাকবে ওয়াচ টাওয়ার। ৩০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। মাইক বসানো হবে ১১০টি। এ ছাড়া ইমামকে সহযোগিতা করার জন্য বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা থেকে পাঁচ শতাধিক মুক্কাবির নিয়োজিত থাকবেন। স্বাস্থ্য ক্যাম্প থাকবে। অজু করতে যেন অসুবিধা না হয়, সে জন্য ২৫০টি অজুখানা এবং সুপেয় পানির ব্যবস্থা রাখা হবে। 

ঈদগাহ মাঠে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, ‘এই মাঠে ছয় লাখের বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দিনাজপুর ছাড়াও বিভিন্ন জেলার মুসল্লি যাতে অংশ নিতে পারেন, সে জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।’

গোর-এ-শহীদ বড় ময়দান ঈদগাহের খাদেম হাবিবুর রহমান মুন্না বলেন, ‘দেশের বৃহৎ ঈদ জামাত এখানে অনুষ্ঠিত হয়। সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। রঙ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ। আশা করছি, সুন্দরভাবে ঈদ জামাত হবে।’

প্রায় ২২ একর আয়তনের গোর-এ-শহীদ বড় ময়দানের ৫২ গম্বুজের ঈদগাহ মিনারের সামনে হবে ঈদ জামাত

শহরের লালবাগ এলাকার বাসিন্দা নুর ইসলাম বলেন, ‘অনেক বড় মাঠ। লাখো মুসল্লির সঙ্গে নামাজ পড়তে পেরে ভালো লাগে। এজন্য প্রতি বছর এখানে নামাজ পড়ি।’

বিরল উপজেলার রিয়াজুল ইসলাম বলেন, ‘এখানে লাখো মানুষের সমাগম হয়। বিভিন্ন স্থান থেকে মানুষজন ঈদ জামাতে অংশ নেন। নামাজ পড়ে আনন্দ পাই, দিনাজপুরবাসী হিসেবে এটি আমাদের জন্য গৌরবের।’

কাঞ্চন ঘাট এলাকার বাসিন্দা আব্দুল মজিদ বলেন, ‘প্রতি বছর এই মাঠে লাখ লাখ মানুষের সমাগম হয়। দূর-দূরান্ত থেকে মুসল্লিরা আসেন। শুনেছি, বড় জামাতে নামাজ পড়লে বেশি সওয়াব হয়। এ জন্য প্রতি বছর এখানে ঈদের নামাজ পড়ি।’ 

/এএম/
সম্পর্কিত
বৃষ্টির প্রার্থনায় নামাজ
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ