X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

হত্যাকাণ্ডের ২৬ বছর পর ৩ জনের যাবজ্জীবন

দিনাজপুর প্রতিনিধি
২৯ মে ২০২৩, ১৯:০৬আপডেট : ২৯ মে ২০২৩, ১৯:০৬

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নৈশপ্রহরী তজিম উদ্দিন হত্যা মামলার ২৬ বছর পর তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২৯ মে) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুকদেবপুর গ্রামের আফজাল হোসেন, উত্তর ভোলানাথপুর গ্রামের আবদুল লতিফ ও একই গ্রামের শামসুল হক। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ ঘটনায় অপর আসামি আব্দুল কাফীকে খালাস দেওয়া হয়েছে। 

হত্যাকাণ্ডের শিকার তজিম উদ্দিন উপজেলার উত্তর ভোলানাথপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার কারেন্টেহাট এলাকায় একটি হাস্কিং মিলের নৈশপ্রহরী ছিলেন।

মামলার এজাহার থেকে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে তমিজ উদ্দিনের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ১৯৯৭ সালের ৩১ জুলাই হাস্কিং মিলে কাজে যান তমিজ। সকালে বাড়ি না ফেরায় স্ত্রী আরজিনা বেগম স্বামীকে খোঁজাখুঁজি শুরু করেন। তিন দিন পর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের দামুয়া পুকুরে কচুরিপানার ভেতর থেকে তমিজের লাশ উদ্ধার করা হয়। পরদিন চিরিরবন্দর থানায় হত্যা মামলা করেন স্ত্রী আরজিনা।

এ ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে আফজাল পুলিশের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে উল্লেখ করেন, তজিমকে গলা কেটে হত্যা করেছেন। পরে লাশ কচুরিপানার ভেতর লুকিয়ে রাখা হয়। এরপর পাঁচ জনের নামে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এর মধ্যে মামলা চলাকালীন মারা যান চার্জশিটভুক্ত আসামি মোখলেছার রহমান। অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন জনকে যাবজ্জীবন ও একজনকে খালাস দেন বিচারক।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর শাহ মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।’

/এএম/
সম্পর্কিত
দিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা
গণ-অভ্যুত্থানে নিহত রিয়ার মৃত্যুর ১১ মাস পর মামলা
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ফের পিছিয়েছে
সর্বশেষ খবর
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
পোশাক রফতানি থেকে এলো ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার
পোশাক রফতানি থেকে এলো ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
চট্টগ্রাম ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ, পটিয়ায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী
চট্টগ্রাম ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ, পটিয়ায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি