X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

রা‌তে নামেনি জাতীয় পতাকা, উড়েছে শুক্রবারও

কুড়িগ্রাম প্রতিনিধি
০২ জুন ২০২৩, ১৭:০৫আপডেট : ০২ জুন ২০২৩, ১৭:০৫

বৃহস্পতিবার (১ জুন) স্কুল শেষে যথানিয়মে শিক্ষকরা বাড়ি ফিরেছেন। তবে নিয়ম মেনে স্কুল শেষে জাতীয় পতাকা নামানো হয়নি। সারা রাত পতাকা উড়েছে। শুক্রবার (২ জুন) দুপুর পর্যন্ত উড়‌তে দেখা গেছে। কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের দক্ষিণ রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে স্কুল ছুটি হলে পতাকা না নামিয়ে কর্তৃপক্ষ চলে যায়। সারা রাত পতাকা স্ট্যান্ডে লাগা‌নো ছিল। বিষয়‌টি শুক্রবার সকালে সবার নজরে এলে সমা‌লোচনার সৃষ্টি হ‌য়ে‌ছে। কর্তৃপক্ষের দায়িত্ব নি‌য়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

ওই এলাকার হায়দার আলী ও খোকনসহ কয়েকজন বলেন, এটা দুঃখজনক। জাতীয় পতাকা নি‌য়ে স্কুল কর্তৃপক্ষের এমন খামখেয়ালি উচিৎ হয়নি। আশা করি বিষয়‌টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমলে নি‌য়ে যথাযথ ব্যবস্থা নেবে- যেন এমন ঘটনা আর না ঘটে।

বিষয়‌টি স্বীকার করেছেন স্কুল‌টির প্রধান শিক্ষক এমদাদুল হক। তিনি বলেন, এটা ভুল হ‌য়ে‌ছে। জানার পর পতাকা নামা‌নো হ‌য়ে‌ছে।

আত্মপক্ষ সমর্থন ক‌রে প্রধান শিক্ষক বলেন, আমা‌দের স্কুলে পিয়ন নেই। শিক্ষকরাই পতাকা লাগা‌নো ও নামানোর কাজ করেন। গতকাল স্কুলে স্টাফ মিটিং ক‌রে আমরা চলে আসছি। তখন অসাবধানতাবশত হয়‌তো পতাকা নামা‌নো হয়নি। একটা ত্রুটি হ‌য়ে গেছে।

চিলমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সালেহ সরকার বলেন, বিষয়‌টি আমার জানা নেই। হয়‌তো ব্যস্ততার কারণে শিক্ষকরা এমনটা ক‌রে থাক‌তে পারেন। খোঁজ নি‌য়ে দেখ‌বো।

বাংলাদেশের পতাকাবি‌ধি অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য কার্যদিবসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলিত থাকবে। এ ছাড়াও নির্দিষ্ট জাতীয় দিবস ছাড়া সরকারি ছুটির দিনে সরকারি কিংবা বেসরকারি অফিসে জাতীয় পতাকা টানা‌নো যাবে না।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ