X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

এখনকার ডিসি-এসপিরা আ.লীগের বাবা: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৩, ১৫:৩৩আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৬:১৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার সবখানে দলীয়করণ করেছে। এখনকার ডিসি-এসপি ও পুলিশের কথা যদি আপনি শোনেন, আমরা তো গত কয়েক বছর ধরে শুনছি, তারা আওয়ামী লীগের বাবা। আজকেই দেখলাম আ হ ম মুস্তফা কামালের (অর্থমন্ত্রী) এলাকা কুমিল্লাতে, সেখানে ওসি বলছেন, ‘আপনারা কেন ভোট দেবেন না লোটাস কামালকে (আওয়ামী লীগের প্রতিনিধিকে), তিনি তো অনেক কাজ করেছেন। আর যদি আপনারা ভোট না দেন ক্ষতিগ্রস্ত হবেন।’’ এটা কি ওসির দায়িত্ব?’

বুধবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়ী মির্জা রুহুল আমীন পৌর মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের এমপির বিরুদ্ধে কখনও কথা বলিনি, আমার রুচিতে বাধে। পত্র-পত্রিকায় দেখতে পাই এবং অভিযোগ শুনি, হাসপাতালের টেন্ডার বাক্স নিজ বাড়িতে নিয়ে যান।’

তিনি বলেন, ‘চিন্তাই করতে পারি না, একজন এমপি পার্লামেন্ট মেম্বার, তার দায়িত্ব হচ্ছে পার্লামেন্টে গিয়ে জনগণের পক্ষে কথা বলা। জনগণের পক্ষে আইন তৈরি করবেন এবং জনগণের পক্ষে কথা বলবেন। হাসপাতালের টেন্ডার হয়, সেখানে তিনি নিজেই থাকেন, যেকোনও জায়গায়, যেখানে টেন্ডার, যেখানে টাকা সেখানে গিয়ে ধপ করে বসেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের বড় বড় নেতারা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া, মালয়েশিয়া, ইংল্যান্ডে, আমেরিকায় বাড়ি করছেন- তারা তো একবারও বলেন না আওয়ামী লীগের এই নেতারা ব্যাংকে টাকার পাহাড় গড়েছে।’ 
বিএনপি মহাসচিব বলেন, ‘আপনাদের দূরে যাওয়ার দরকার নেই, ঠাকুরগাঁওতে দেখেন ১৪-১৫ বছর আগে আওয়ামী লীগের যারা নেতা, সবার কথা বলি না- বড় বড় নেতা যারা আছে তাদের কী ছিল সম্পদ আর এখন কী হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, বিএনপি নেতা পয়গাম আলী, শরিফুল ইসলাম শরিফ, মামুনুর রশীদ, আব্দুল হামিদসহ নেতারা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
খুলনায় মহিলা আ.লীগ নেত্রী গ্রেফতার
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবি পার্টির অভিনন্দন
সর্বশেষ খবর
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
সীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
ভারত-পাকিস্তান সংঘাতসীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল