X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

লালমনিরহাটে নেসকোর নির্বাহী প্রকৌশলীকে বরখাস্ত

লালমনিরহাট প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৩, ১৭:০১আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১৮:২৯

সংবাদমাধ্যমে বিধিবহির্ভূত বক্তব্যের দেওয়ার অভিযোগে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) লালমনিরহাটের (কালীগঞ্জ বিক্রি ও বিতরণ) নির্বাহী প্রকৌশলী রকি চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে রংপুর পিএলসিতে সংযুক্ত করেছে কর্তৃপক্ষ।

বুধবার (৩০ আগস্ট) নেসকোর উপ-মহাব্যবস্থাপক রহমত উল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুরোধক্রমে এ দেশ জারি করা হলো। এই সময়ে তিনি কেবল খোরকি ভাতা উত্তোলন করতে পারবেন। নেসকো রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী মোখলেছুর রহমান নির্বাহী প্রকৌশলী রকি চন্দ্র দাসের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত মঙ্গলবার তিনি সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদের বিপক্ষে বিবৃতি দেন। সেখানে তিনি তার অফিস ভাঙচুরসহ বেশ কিছু অভিযোগ করেন। পরে তার রেকর্ড করা বক্তব্য গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ওই দিনই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে নেসকো।

এদিকে, অভিযোগ উঠেছে, সমাজকল্যাণমন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান রকি চন্দ্র দাসকে তার ব্যক্তিগত চেম্বারে দেখা করতে বলেছিলেন। কিন্তু এই কর্মকর্তা দেখা করেননি। এ কারণে মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সহসভাপতি নুরনবী ইসলামের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মী নেসকো অফিসে হামলা চালায়। প্রকৌশলী রকি চন্দ্র দাস ও কর্মচারীদের মারধর করেন।

রকি চন্দ্র দাস গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, ‘আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলা হয়, জামাত-শিবির করিস। রাজাকার। এত বড় সাহস মন্ত্রীর পুত্রের ডাকে সাড়া দিস নাই।’

তবে রাকিবুজ্জামান আহমেদ এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন। কেউ তার নাম ভাঙালে তার দায়ভার তিনি নেবেন না বলে জানান।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবীর জানান, এ ঘটনায় নেসেকা কর্তৃপক্ষ বুধবার রাত পর্যন্ত কোনও লিখিত অভিযোগ করেনি। পুলিশ নিজেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে পুলিশ তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে।

/এফআর/
সম্পর্কিত
রাঙামাটিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
রূপগঞ্জে সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে দিয়েছে সন্ত্রাসীরা
‘ধর্ষণের শিকার’ সপ্তম শ্রেণির সেই ছাত্রীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
যমুনার আশেপাশের সব সড়কে কঠোর নিরাপত্তা
যমুনার আশেপাশের সব সড়কে কঠোর নিরাপত্তা
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
সিনেমায় বালাম ও জালালী শাফায়াত!
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ