X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

পাথরের ট্রাকে গাঁজার চালান, কুড়িগ্রাম থেকে যাচ্ছিল ঢাকায়

কুড়িগ্রাম প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪০

কুড়িগ্রামের নাগশ্বেরীতে পাথরবাহী ট্রাক থেকে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শহরের সহকারী পুলিশ সুপারের (নাগেশ্বরী সার্কেল) কার্যালয়ের সামনে পরিচালিত এক অভিযানে এসব গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। এ সময় ট্রাকচালককে আটক করা হয়। গাঁজাসহ পাথরবাহী ট্রাকটি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকার রামপুরায় যাচ্ছিল।

অভিযানে নেতৃত্ব দেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক দিলারা রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক ট্রাক চালকের নাম বিপ্লব মিয়া (৩৫)। তিনি রংপুরের তাজহাট এলাকার বাসিন্দা। চার দিন আগে কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞসাবাদে জানিয়েছেন। তবে কী মামলায়, কোন কারাগার থেকে মুক্ত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী থেকে পাথরের ট্রাকে করে বিপুল পরিমাণ গাঁজার চালান পার হবে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় অধিদফতরের রংপুর বিভাগীয় গোয়েন্দা দল। বুধবার দুপুরে নাগেশ্বরী উপজেলা শহরের কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে ট্রাকটির গতিরোধ করে দলটি। পরে ট্রাকে বহন করা পাথরের নিচ থেকে ১৭টি পোটলা থেকে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক সাকিব সরকার বাদী হয়ে ট্রাকচালক বিপ্লব মিয়াকে আসামি করে নাগেশ্বরী থানায় মামলা করেছেন। আসামিকে বুধবার বিকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

উপপরিচালক দিলারা রহমান বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্রাকের নম্বর ও চালকের নাম নিশ্চিত হয়ে আমরা অভিযান পরিচালনা করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানিয়েছে, চার দিন আগে কারাগার থেকে বের হয়েছে। গাঁজাসহ পাথরবোঝাই ট্রাকটি নিয়ে ঢাকার রামপুরায় যাচ্ছিল। পাথরের চালানেও একই গন্তব্য লেখা রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সার্বিক বিষয়গুলো তদন্ত করে বের করবেন।’

/এএম/
সম্পর্কিত
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
জাল এক লাখ টাকা ২০ হাজারে বিক্রি
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
রাতেই পাকিস্তান ছাড়বে রিশাদ-নাহিদরা: ফারুক
রাতেই পাকিস্তান ছাড়বে রিশাদ-নাহিদরা: ফারুক
বিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশবিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন ১২ মে
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন ১২ মে
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ