পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক ছুটির কারণে টানা দুই দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে। তবে ব্যাংকের সার্ভার বন্ধ থাকায় আমদানিকৃত পণ্যের শুল্ক পরিশোধ করতে না পারায় বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে।
বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুল আজিজ বলেন, ‘বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী ও শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটির কারণে দুই দিন বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ ভেতরের সকল কার্যক্রম বন্ধ ছিল। আজ শনিবার দুপুর ১২টায় ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। সেইসঙ্গে বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে। তবে আজ সোনালি ব্যাংকের সার্ভার আপডেটের কাজ চলছে। যার কারণে বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যের শুল্ক পরিশোধ করা সম্ভব হবে না। শুল্ক পরিশোধ করতে না পারায় বন্দর থেকে কোনও পণ্য খালাস করা সম্ভব হবে না।’
তিনি আরও বলেন, ‘আজ বন্দর দিয়ে পেঁয়াজ কাঁচা মরিচসহ কাঁচা পণ্য আমদানি নাও হতে পারে। শুধু শুকনো আইটেম যেসব পণ্য রয়েছে সেগুলো বন্দর দিয়ে আমদানি হবে। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ আগেই আমাদেরকে অবহিত করেছিল। সেই মোতাবেক আমরা সকলকে জানিয়েছিলাম। ব্যাংকের সার্ভার আপডেটের কাজ শেষ হলে আগামীকাল রবিবার থেকে পুনরায় ব্যাংকে আমদানিকৃত পণ্যের শুল্ক পরিশোধ করা সম্ভব হবে একইসঙ্গে বন্দর থেকে আমদানিকৃত পণ্য ছাড়করণ শুরু হবে।’
সোনালি ব্যাংক লিমিটেড হাকিমপুর শাখার ম্যানেজার জাহিদুল ইসলাম বলেন, ‘আজ কেন্দ্রীয়ভাবে ব্যাংকের সার্ভার আপডেটের কাজ শুরু করেছে। মূলত আমরা যে সফটওয়্যারের মাধ্যমে টাকা ঢুকানোর কাজ করি সেই সফটওয়্যারের কার্যক্রম বন্ধ রয়েছে। যার কারণে শুধু হিলিতে নয় সারা দেশে সোনালি ব্যাংকের সবগুলো শাখাতেই সার্ভারের কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে। আপডেটের কাজ শেষ হলে আগামীকাল রবিবার থেকে পুনরায় ব্যাংকের সার্ভার সচল হবে একইসঙ্গে বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যের শুল্ক নেওয়া শুরু হবে।’