X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ, বিএনপির ৪০ নেতাকর্মীর নামে মামলা

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৩, ২১:৫০আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ২১:৫০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এতে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ফরহাদ হোসেন টুকু (৪৫) নামে এজাহারনামীয় এক বিএনপি কর্মীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলা হয়েছে। এক আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

এর আগে, গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা শহরের তিনকোনা মোড়ে বিএনপি ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ৭ ছাত্রলীগ কর্মী ও উপজেলা বিএনপির সহসভাপতি লোকমান হোসেন সরকারসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনার পর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. জনাব আলী বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় উপজেলা বিএনপির সহসভাপতি লোকমান হোসেন সরকার (৫৮) ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল (৫০) সহ বিএনপি ও ছাত্রদলের ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌকির হাসান তমাল দাবি করেন, ‘বিএনপি নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে উসকানিমূলক স্লোগান দিতে থাকে। আমরা এর প্রতিবাদ করলে সংঘর্ষ হয়। তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আমাদের সাত ছাত্রলীগ কর্মী আহত হন।’

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ বিনা উসকানিতে হামলা করেছে। হামলায় ৫/৭ জন গুরুতর আহতসহ আমাদের অন্তত ৪০ জন কর্মী আহত হয়েছেন। উল্টো আমাদের নামে মামলা হয়েছে। কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ আমাদের খোঁজখবর নিচ্ছেন। আমরা আইনিভাবে মামলা মোকাবিলা করবো।’

প্রধানমন্ত্রী ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ বিষয়ে উপজেলা বিএনপির এই নেতা বলেন, ‘এটা মিথ্যা অভিযোগ। স্থানীয় প্রশাসনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারাও জানেন আমরা কখনও এ ধরনের স্লোগান দিইনি।’

/কেএইচটি/
সম্পর্কিত
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
কারাগারে আইভী
সর্বশেষ খবর
রাতেই পাকিস্তান ছাড়বে রিশাদ-নাহিদরা: ফারুক
রাতেই পাকিস্তান ছাড়বে রিশাদ-নাহিদরা: ফারুক
বিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশবিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন ১২ মে
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন ১২ মে
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ