X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ, বিএনপির ৪০ নেতাকর্মীর নামে মামলা

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৩, ২১:৫০আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ২১:৫০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এতে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ফরহাদ হোসেন টুকু (৪৫) নামে এজাহারনামীয় এক বিএনপি কর্মীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলা হয়েছে। এক আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

এর আগে, গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা শহরের তিনকোনা মোড়ে বিএনপি ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ৭ ছাত্রলীগ কর্মী ও উপজেলা বিএনপির সহসভাপতি লোকমান হোসেন সরকারসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনার পর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. জনাব আলী বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় উপজেলা বিএনপির সহসভাপতি লোকমান হোসেন সরকার (৫৮) ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল (৫০) সহ বিএনপি ও ছাত্রদলের ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌকির হাসান তমাল দাবি করেন, ‘বিএনপি নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে উসকানিমূলক স্লোগান দিতে থাকে। আমরা এর প্রতিবাদ করলে সংঘর্ষ হয়। তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আমাদের সাত ছাত্রলীগ কর্মী আহত হন।’

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ বিনা উসকানিতে হামলা করেছে। হামলায় ৫/৭ জন গুরুতর আহতসহ আমাদের অন্তত ৪০ জন কর্মী আহত হয়েছেন। উল্টো আমাদের নামে মামলা হয়েছে। কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ আমাদের খোঁজখবর নিচ্ছেন। আমরা আইনিভাবে মামলা মোকাবিলা করবো।’

প্রধানমন্ত্রী ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ বিষয়ে উপজেলা বিএনপির এই নেতা বলেন, ‘এটা মিথ্যা অভিযোগ। স্থানীয় প্রশাসনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারাও জানেন আমরা কখনও এ ধরনের স্লোগান দিইনি।’

/কেএইচটি/
সম্পর্কিত
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ