X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

অসুস্থ স্ত্রীকে ভ্যানে নিয়ে ভিক্ষা, মারা যাওয়ার পর লাশ ফেলে গেলেন নদীর পাড়ে

গাইবান্ধা প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৩, ২২:২৪আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ২২:২৪

গাইবান্ধার সাদুল্লাপুরে স্ত্রীর লাশ দাফন না করে নদীর বাঁধে ফেলে পালিয়ে গেছেন স্বামী খোকন মিয়া। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এর আগে, সকালে সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের খামার বাগছী এলাকার ঘাঘট নদীর বাঁধ থেকে লাশ উদ্ধার করা হয়।

ওই নারীর নাম শারমিন খাতুন (২৩)। তিনি সাদুল্লাপুর উপজেলার হাটলক্ষ্মীপুর এলাকার খোকন মিয়ার স্ত্রী। খোকন স্ত্রীকে নিয়ে কামারপাড়া ইউনিয়নের হিয়ালী গ্রামে নানার বাড়িতে বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ওসি মাহবুব আলম জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন শারমিন খাতুন। চিকিৎসার জন্য স্বামী ভ্যানযোগে স্ত্রীকে নিয়ে গ্রামে গ্রামে টাকা তুলতেন। সারাদিন ঘুরে যা পেতেন তা দিয়েই চিকিৎসার পাশাপাশি তাদের সংসার চলতো। প্রতিদিনের মতো গতকাল বুধবার স্ত্রীকে নিয়ে বের হন। পরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভগবানপুর গ্রামে গেলে তার মৃত্যু হয়।

ওসি বলেন, এ সময় এলাকার লোকজন আর্থিক সহযোগিতা করে লাশ দাফনের জন্য খোকনকে বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু তিনি দাফন না করে খামার বাগছী এলাকার বাঁধে ফেলে রেখে পালিয়ে যান। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা বলা যাচ্ছে না। লাশের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ছাড়া লাশ ফেলে স্বামী খোকন মিয়া কেন পালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
ভাড়া বাসা থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার
সর্বশেষ খবর
সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশসিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
বাংলাদেশের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অধিনায়ক খেলবেন না কেন?
বাংলাদেশের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অধিনায়ক খেলবেন না কেন?
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র