হরতাল-অবরোধের নামে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুর সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। ছাত্রলীগ নেতা ওমর ফারুক বাহাদুর ও সামসাদ সাইফ রোহানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে বের করে কলেজ মোড় প্রদক্ষিণ শেষে আবারও ক্যাম্পাসে এসে শেষ হয়।
এরপর সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, ‘হরতাল-অবরোধের নামে সারাদেশে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করছে বিএনপি-জামায়াত। পাকিস্তানের পরাজিত শক্তি হরতাল-অবরোধের নামে শিক্ষার্থীদের পড়ালেখার মনোবল নষ্ট করছে। অবিলম্বে অগ্নিসন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।’
দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা উমর ফারুক বাহাদুর বলেন, ‘উন্নয়ন ও অগ্রযাত্রায় দেশ যখন এগিয়ে চলছে, তখন বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বাধাগ্রস্ত করছে। নির্বাচন এলেই তারা হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াও শুরু করে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যখন উন্নত হচ্ছে তখন পাকিস্তানের পরাজিত শক্তি অবরোধের নামে শিক্ষার্থীদের পড়ালেখার মনোবল নষ্ট করছে।’
ছাত্রলীগ নেতা সামসাদ সাইফ রোহান বলেন, ‘কলেজ ক্যাম্পাস এলাকায় যদি কেউ জ্বালাও-পোড়াও করার চেষ্টা করে। সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সব নেতাকর্মী তাদের প্রতিহত করবে।’