X
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
১৮ অগ্রহায়ণ ১৪৩০

রংপুর-৩ আসনের মনোনয়নপত্র নিয়েছেন জিএম কাদের

রংপুর প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৩, ১৫:৩৪আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৬:৫২

রংপুর-৩ আসন থেকে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রংপুর নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু।

এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাফিয়ার রহমান শাফি, কেন্দ্রীয় সদস্য আব্দুর রহমান, আইনজীবী ফেডারেশনের সদস্য মাসুদার রহমান, জাপা নেতা আতোয়ার রহমান, নুরন্নবী চৌধুরীসহ অন্যান্য নেতা তার সঙ্গে ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ করে জাপা নেতা আজমল হোসেন লেবু বলেন, দলের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশে তিনি রংপুর সদর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সে কারণেই তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরমসহ যাবতীয় কাগজপত্র নেওয়া হয়েছে। আজ রাতেই ঢাকায় মনোনয়নপত্রটি দলের চেয়ারম্যানের কাছে পৌঁছানো হবে। 
মনোনয়নপত্র সংগ্রহ করার সময় রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দসহ রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অন্য নেতারা আসেননি।

এই নিয়ে দলের মধ্যে বিভক্তি আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আজমল হোসেন লেবু বলেন, দলের মধ্যে কোনও বিভক্তি নেই। বিভিন্ন কাজে হয়তো ব্যস্ত থাকায় অনেকে আসেননি। তাছাড়া শোডাউন না করার একটি নির্দেশনা আছে ইসির। আমাকে দলের চেয়ারম্যান জি এম কাদের মনোনয়ন ফরম সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন। এ ছাড়াও দলের কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন শীর্ষ নেতা তাকে একই নির্দেশ দিয়েছেন। আর মনোনয়নপত্র দাখিল করার সময় জেলা ও মহানগর জাতীয় পার্টির সব নেতাই উপস্থিত থাকবেন।

রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর রহমান বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে রংপুর-৩ (সদর) আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন দলের সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
রাজশাহী বিভাগে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের ১০১ জন ভোট দেবেন 
বিএনপির বহিষ্কৃত একরামুজ্জামানের মনোনয়নপত্র বৈধ, আওয়ামী লীগের দুই স্বতন্ত্র প্রার্থী বাতিল
মনোনয়ন লড়াই: বৈধতা পেলেন বাবা, ছেলে বাতিল
সর্বশেষ খবর
কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন
কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন
চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে আগুন, আরেকটি ভাঙচুর
চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে আগুন, আরেকটি ভাঙচুর
অবরোধের সমর্থনে মিছিলে গিয়ে যুবদল নেতার মৃত্যু, কেন্দ্রীয় নেতাদের দাবি পুলিশের হামলায়
অবরোধের সমর্থনে মিছিলে গিয়ে যুবদল নেতার মৃত্যু, কেন্দ্রীয় নেতাদের দাবি পুলিশের হামলায়
রাজশাহী বিভাগে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের ১০১ জন ভোট দেবেন 
রাজশাহী বিভাগে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের ১০১ জন ভোট দেবেন 
সর্বাধিক পঠিত
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী