X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রংপুর অঞ্চলে হাড় কাঁপানো শীত, তেঁতুলিয়ার তাপমাত্রা ৫.৫ ডিগ্রি

রংপুর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৪, ১৭:১৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৭:১৫

প্রচণ্ড হাড় কাঁপানো শৈত্যপ্রবাহ চলছে রংপুর অঞ্চলে। এতে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় রবিবার (২৮ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

অন্যদিকে, রংপুরে তাপমাত্রার পারদ ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে রংপুর বিভাগের আট জেলার মধ্যে বাকি ছয় জেলাতেও সাত ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

এদিকে প্রচণ্ড শৈত্যপ্রবাহের সঙ্গে ঘন কুয়াশার প্রবলতা আরও বেড়েছে। আগের দিন সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়া শুরু হয় যা পর দিন দুপুর পর্যন্ত অব্যাহত থাকছে। ফলে দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে যান চলাচল করতে বাধ্য হচ্ছে।

শীতের কারণে সবচেয়ে বিপাকে পড়েছেন সহায় সম্বলহীন ছিন্নমূল হতদরিদ্র আর দিনমজুর। তারা তীব্র শৈত্যপ্রবাহে বাড়ি থেকে বের হতে পারছেন না। কাজ না করায় পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। শীতের কবল থেকে রক্ষা পেতে নগরীর বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।

এদিকে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও রংপুর নগরীর শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ ঘোষণা করছে না। কোমলমতি শিশুরা সকাল সাড়ে ৭টায় স্কুলে আসতে বাধ্য করছে। রবিবার শৈত্যপ্রবাহ চললেও শিশুদের বাধ্য হয়ে তাদের অভিভাবকরা স্কুলে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

নগরীর মুন্সিপাড়া মহল্লার আফজাল হোসেন মনোয়ারা বেগম অভিযোগ করেন, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। প্রচণ্ড হিমেল বাতাসে নাজেহাল অবস্থা তার পরও স্কুল বন্ধ রাখা হচ্ছে না আমাদের সন্তানদের বাধ্য করা হচ্ছে। এতে করে মিশুরা নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত অমানবিক।

রংপুর অঞ্চলে হাড় কাঁপানো শীত, তেঁতুলিয়ার তাপমাত্রা ৫.৫ ডিগ্রি

একই কথা জানালেন পুলিশ সদস্য সামসুল, চাকরিজীবী সুলতানা শারমিনসহ অনেকেই।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় কার্যালয়ের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, গত ২৩ জানুয়ারি রংপুর বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ি মাদ্রাসা ও কিন্ডারগার্টেন বন্ধ ঘোষণা করা হয়েছিল। শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুযায়ী বন্ধ ছিল। স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হলেও তারা কেন খোলা রাখছেন তা দেখা হচ্ছে।

এদিকে শৈত্যপ্রবাহের কারণে নগরীর শপিং মলসহ মার্কেট গুলোতে সাধারণ মানুষের আনাগোনা কমেছে। ব্যবসায়ীরা বলছেন, তীব্র শীতের কারণে খদ্দের নেই বললেই চলে। অপরদিকে বড় বড় শপিং মলসহ মার্কেটগুলো দুপুর ১২টার আগে খুলছে না।

রংপুর কৃষি সম্প্রসারণ বিভাগের সহকারী পরিচালক কৃষিবিদ আনোয়ার হোসেন জানিয়েছেন, তীব্র শীত আর বিশেষ করে ঘন কুয়াশার কারণে ধানের বীজতলা ও আলু ক্ষেতের ক্ষতি হচ্ছে। তবে কৃষকদের কুয়াশা থেকে ক্ষেত রক্ষা করার জন্য মাঠকর্মীরা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

তবে মাঠপর্যায়ের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুয়াশার কারণে ধানের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। বীজতলাগুলো হলুদ আকার ধারণ করে মরে যাচ্ছে। এই চারা রোপণ করলে ফলন ভালো হবে না। একই অবস্থা আলু ক্ষেতে। সেখানে আলুর গাছগুলো লেট ব্রাইট রোগে আক্রান্ত হচ্ছে। কুয়াশা না কমলে রোদের তীব্রতা না বাড়লে আলুর ফলন কম হবে বলে কৃষকরা জানিয়েছে।

এদিকে রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, রংপুর বিভাগের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ৭ দশমিক ৫ ডিগ্রি এবং বিভাগের অন্য জেলাতে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। তাপমাত্রা আরও কমতে পারে।

/এফআর/
সম্পর্কিত
যশোরে তাপমাত্রা কিছুটা কমেছে, সড়কে শরবত বিতরণ
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
তাপমাত্রার রেকর্ড ভাঙাগড়া চলছে খুলনায়
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক
বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ