X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বেরোবিতে গাঁজার আসর, ৬ ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার

লিয়াকত আলী বাদল, রংপুর
৩০ জানুয়ারি ২০২৪, ০৫:০৪আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১২:৪১

বিশ্ববিদ্যালয় হলের রিডিং রুমের পাশেই বসতো জমজমাট গাঁজার আসর। এ সময় উচ্চ স্বরে বাজানো হতো গান, করা হতো নাচানাচি। শুধু হল ছাত্রলীগের কর্মীরাই নন, তাদের সঙ্গে যোগ দিত বহিরাগতরাও। এতে রিডিং রুমের পরিবেশ নষ্ট হতো। সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে তাদের গালাগালি ও হুমকি দিতো তারা।

এসব অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে ছাত্রলীগের ছয় কর্মীকে বহিষ্কার করা হয়েছে। হল না ছাড়লে সিলগালা করার নির্দেশও দেওয়া হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) হলের প্রভোস্ট ড. বিজয় মোহন চাকী স্বাক্ষরিত এক নির্দেশনামা থেকে এসব তথ্য জানা গেছে।

নির্দেশনামায় বলা হয়েছে, গত ২৪ জানুয়ারি রাতে বঙ্গবন্ধু হলের দোতলার রিডিং রুমে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ২০৪ নম্বর কক্ষে অবস্থানরত ছয় শিক্ষার্থীর সব হল-আবাসিকতা বাতিল করা হয়েছে। তারা হলো, বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ১১ ব্যাচের রুবায়েত ফেরদৌস আলিফ, একই বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী মো. আলা-আমিন হাসান, মো. ফিরোজ মাহমুদ এবং ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী মো. আরিফ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী মো. মেহেদী হাসান লিংকন ও পরিসংখ্যান বিভাগের মো. তামিম হোসেন।

আদেশনামায় আরও বলা হয়, বঙ্গবন্ধু হলের ২০৪ নম্বর কক্ষ ত্যাগ না করলে ওই কক্ষ সিলগালা করে বন্ধ করে দেওয়া হবে। বহিষ্কার করা ছয় শিক্ষার্থীর মধ্যে চার জনের ছবি মিলেছে বাকি দুজনের ছবি পাওয়া যায়নি।

এদিকে ঘটনার প্রতিবাদে রিডিং রুমে পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য বর্জন কর্মসূচি এখনও প্রত্যাহার করা হয়নি। শিক্ষার্থীরা বলছেন, হল থেকে বহিষ্কার করার পর পরিবেশ ফিরে এলে তারা আবারও রিডিং রুমে যাবেন, তার আগে নয়।

রিডিং রুমে দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা

বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু হলের রিডিং রুমের সামনে অবস্থিত ২০৪ নম্বর কক্ষে ছাত্রলীগ বঙ্গবন্ধু হল শাখার ছাত্রলীগের কয়েকজন কর্মী ও তার সহযোগীদের  সাউন্ড বক্স লাগিয়ে উচ্চ স্বরে গান বাজানো, গাঁজাসহ বিভিন্ন নেশাজাতীয় মাদক সেবন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ওই রুমে বহিরাগতরাও এসে মাদক সেবন করে। এতে ওই রুমের পাশে অবস্থিত রিডিং রুমে পড়তে আসা শিক্ষার্থীদের সমস্যা হয়। তারা অনেকবার প্রতিবাদ করলেও, ২০৪ নম্বর কক্ষের দুই শিক্ষার্থী তাদের হুমকি দিয়ে রিডিং রুম অনত্র সরিয়ে নেওয়ার কথা বলে।

শিক্ষার্থীরা আরও জানান, গত ২৪ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ২০৪ নম্বর কক্ষে গাঁজার আসর বসানো হয়। এ সময় গাঁজার গন্ধ, উচ্চ স্বরে গানের আওয়াজ ও নাচানাচিতে রিডিং রুমের পরিবেশ নষ্ট হয়। এতে শিক্ষার্থীরা ওই রুমে গিয়ে প্রতিবাদ করলে ছাত্রলীগের কর্মী ও তাদের সহযোগীরা তাদের অকথ্য ভাষায় গালাগাল করে এবং মারধর করার জন্য তেড়ে আসে।

এ ঘটনা জানাজানি হলে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে ছাত্রলীগের কর্মীরা তাদের কক্ষে চলে যায়। এর প্রতিবাদে বুধবার রাতেই বঙ্গবন্ধু হলের সাধারণ শিক্ষার্থীরা রিডিং রুমের সামনে হাতে লেখা দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন এবং লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ ফিরে না আসা পর্যন্ত রিডিং রুম বর্জনের ঘোষনা দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, ছাত্রলীগের ছয় কর্মী ২০৪ নম্বর রুমে থাকে। তারা নিয়মিত গাঁজা সেবন করে। গাঁজার গন্ধ ও রাতে উচ্চ স্বরে গান বাজানানো পরিবেশ বিষিয়ে উঠেছে। প্রতিবাদ করলে আজেবাজে কথা বলে। এ জন্য হলের প্রভোস্টসহ হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ছয় শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা হলে কেউই কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে তাদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তারা।

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. বিজন মোহন চাকী জানান, সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর হল প্রশাসন আলোচনা করে অভিযুক্ত ছয় শিক্ষার্থীকে ২০৪ নম্বর রুম থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের আবাসিকতা বাতিল করা হয়েছে।

/এনএআর/
সম্পর্কিত
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
‘মাদকগ্রহণকারী নারীর সংখ্যা বাড়লেও চিকিৎসায় পিছিয়ে রয়েছে’
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে