X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

রংপুরে আ.লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে আগুন

রংপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০২৪, ১৯:৩২আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৯:৩২

কোটা সংস্কারের দাবিতে ডাকা শাটডাউনে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। বিকালে আন্দোলনকারীরা নগরীর বেতপট্টি এলাকায় অবস্থিত মহানগর আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে আগুন দিয়েছেন। একইভাবে ছাত্রলীগ কার্যালয়েও হামলা করে ভাঙচুর করেছেন।

এখন আন্দোলনকারী বেতপট্টির জেলা আওয়ামী লীগ অফিসের সামনে অবস্থান নিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। তারা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) আরিফ হোসেনের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এসব ঘটনার খবর সংগ্রহ ও ছবি তুলতে কোনও গণমাধ্যমকর্মীকে সেখানে যেতে দেয়া হচ্ছে না। এ বিষয়ে আন্দোলনকারী কারও বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, মঙ্গলবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনে কোটাবিরোধী ও সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে বেরোবি শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনায় এবং উপাচার্যের বাসভবনে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় দুটি ও কোতোয়ালি থানায় একটি মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত ৪/৫ হাজারকে আসামি করা হয়েছে। মামলায় গত ২৪ ঘণ্টায় আটক জনকে আটক করেছে।

এ বিষয়ে মেট্রোপলিটন তাজহাট ও কোতোয়ালি থানার ওসি রবিউল ইসলাম ও মোন্তাসির বিল্লাহ মামলা হওয়ার কথা বললেও আর কিছু বলতে রাজি হননি।

এদিকে আজ নগরীর বেশিরভাগ দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে কিছু সংখ্যক যানবাহন চলাচল করেছে। তবে ঢাকাগামী কামারপাড়া বাস স্ট্যান্ড ও কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনও বাস ছাড়েনি।

এ ছাড়া পুলিশের গুলিতে নিহত বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত ও সংঘাত সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মতিউর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটির সদস্য করা হয়েছে- রসায়ন বিভাগের প্রফেসর ড. বিজন মোহন চাকী এবং সদস্য-সচিব করা হয়েছে বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিকুর রহমানকে।

অপরদিকে সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিমকে আহ্বায়ক করে পৃথক আরেকটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. অলোক কুমার দাসকে সদস্য এবং উপ প্রধান মেডিক্যাল অফিসার ডা. এস এম শাহরিয়ারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রধান অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী দুটি কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে।

/এফআর/
সম্পর্কিত
জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
সাবেক এমপির শ্যালক ও আ.লীগ নেতা রঞ্জু গ্রেফতার
সর্বশেষ খবর
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক