পাঁচ দিন পর ইন্টারনেট চালু হওয়ার পর দিনাজপুরের হিলি স্থল শুল্ক স্টেশনের এসাইকোডা ওয়ার্ল্ড সার্ভার সচলসহ কাস্টমসের সব কার্যক্রম শুরু হয়েছে। এতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বন্দর দিয়ে আমদানি-রফতানিকৃত পণ্যের পরীক্ষণ শুল্কায়নসহ সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে আমদানি-রফতানি শুরু হলো।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি শুরু হয়। এর আগে বুধবার সকাল থেকে ইন্টারনেট চালু হলে কাস্টমসের সার্ভার সচল হয়। এতে কাস্টমসে আমদানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট থেকে শুরু করে সবকিছু অনলাইনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। তবে ইন্টারনেটের গতি ধীরগতিতে হওয়ায় কার্যক্রম সম্পন্ন করতে কিছুটা বিলম্ব হচ্ছে বলে দাবি বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টদের।
হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট শুভ ইসলাম বলেন, ‘ইন্টারনেট সংযোগ না থাকায় গত বৃহস্পতিবার থেকে কাস্টমসের এসাইকোডা ওয়ার্ল্ড সিস্টেমের সার্ভার বিকল হয়ে যায়। এতে করে কোনও পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট করা সম্ভব হচ্ছিল না। শনিবার থেকে বন্দর দিয়ে আমদানিকৃত কাঁচাপণ্য দ্রুত ছাড়করণের জন্য কাস্টমসের কমিশনারের নির্দেশে স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষ ম্যানুয়াল পদ্ধতিতে এসবের পরীক্ষণ শুল্কায়ন সম্পন্ন করে পণ্যগুলো ছাড় করে দেয়। কিন্তু অন্যান্য পণ্য ছাড় না দেওয়ায় শুকনো পণ্য আমদানি বন্ধ ছিল। ইন্টারনেট সংযোগ চালু হওয়ার পর কাস্টমসের এসাইকোডা ওয়ার্ল্ড সার্ভার সচল হয়। এতে আমরা আমদানিকৃত পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট থেকে শুরু করে সব কার্যক্রম করতে পারছি। বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চলছে। ইন্টারনেট না থাকার কারণে যেটি ম্যানুয়াল পদ্ধতিতে করতে হচ্ছিল এখন সেটি এসাইকোডা ওয়ার্ল্ড সিস্টেমের ডাটাবেজে পূর্ণাঙ্গভাবে এন্ট্রি দিয়ে সেসব পণ্য খালাস করছি। সাময়িক অসুবিধা এতটুকুই যে ইন্টারনেটের ধীরগতিতে এসব কাজে বেশি সময় লাগছে।’
এ বিষয়ে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘দেশের চলমান পরিস্থিতির মধ্য দিয়েও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চালু ছিল। তবে ইন্টারনেট না থাকায় কাস্টমসের সার্ভার সচল ছিল না। যার কারণে বিকল্প ম্যানুয়াল পদ্ধতিতে বন্দর দিয়ে আমদানিকৃত শুধুমাত্র পেঁয়াজ, কাঁচা মরিচসহ কাঁচাপণ্যগুলো কাস্টমস ছাড়করণ দিয়েছে। এতে করে গত কয়েকদিন ধরে বন্দর দিয়ে শুধুমাত্র কাঁচা পণ্যগুলো আমদানি হচ্ছিল। তবে গতকাল থেকে ইন্টারনেট চালু হওয়ায় কাস্টমসের সার্ভার সচল হয়েছে। যার কারণে গতকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। বুধবার বন্দর দিয়ে ৮৭ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে। ইন্টারনেট না থাকায় সেসময় বন্দর দিয়ে ৩০ ট্রাক পণ্য আমদানি হয়েছিল।’
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘হিলি স্থল শুল্ক স্টেশনের বিল অব এন্ট্রি থেকে শুরু করে সবকিছু অনলাইনে সম্পন্ন হয়ে থাকে। কিন্তু ইন্টারনেট না থাকায় কাস্টমসের এসাইকোডা ওয়ার্ল্ড সার্ভারে গত কয়েকদিন ধরে ঢুকা সম্ভব হচ্ছিল না। এখন সবকিছু স্বাভাবিকভাবে চলছে।’