X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন

দিনাজপুর প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৫, ২০:২৭আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ২২:০৮

দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পুরুষ মেডিসিন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনও হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। হাসপাতালের ওয়েল্ডিং মেশিন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের পরপরই ওয়ার্ডে থাকা সব রোগীকে বের করে অন্যত্র সরিয়ে ফেলা হয়। ফলে কোনও হতাহত হয়নি। 

রোগীর স্বজনরা জানান, সন্ধ্যার কিছুটা আগে ধোঁয়া দেখতে পেয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। পরে হাসপাতাল থেকে বিষয়টি ফায়ার সার্ভিসের জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উপস্থিত হয়। বড় ধরনের অগ্নিকাণ্ড না হওয়ায় নিরাপদে রোগীকে নিয়ে তারা সরে যেতে পেরেছেন।

দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিনুল ইসলাম সরকার জানান, সন্ধ্যায় আগুন লাগার বিষয়টি জানার পরপরই ফায়ার সার্ভিসের দুটি পানিবাহী যানসহ তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছে। এরপরে হাসপাতালের সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে সক্ষম হয়। হাসপাতালের চার তলায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল এবং বাইরে কিছু পুরোনো মালামাল ছিল। সেখানে ঘটনাটি ঘটেছে। তবে এই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। 

মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. এটিএম শামসুজ্জামান বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি এবং হাসপাতালের স্টাফরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এরপর বিষয়টি ফায়ার সার্ভিসকেও জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পুরোপুরি আগুন নেভায়। পুরোনো মালামাল থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন ওই ইউনিটটি পরিষ্কারের কার্যক্রম চলছে। পুরোপুরি পরিষ্কার হয়ে গেলে এবং রোগী রাখার মতো অবস্থা হলে যেসব রোগীকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল তাদের পুনরায় স্থানান্তরিত করা হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
গাজীপুরে পুড়ে গেছে ২৫ ঝুটগুদামের মালামাল
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
কলকাতায় অগ্নিকাণ্ড: ভুক্তভোগীদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা দিলেন মোদি
সর্বশেষ খবর
মার্কিন বাজেটে ১৬৩ বিলিয়ন ডলার সংকোচনের প্রস্তাব
মার্কিন বাজেটে ১৬৩ বিলিয়ন ডলার সংকোচনের প্রস্তাব
গণমাধ্যমকে ‘মব হুমকি’, যা বললেন প্রেস সচিব
গণমাধ্যমকে ‘মব হুমকি’, যা বললেন প্রেস সচিব
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রবিবার রংপুরে গণপদযাত্রা
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রবিবার রংপুরে গণপদযাত্রা
ভবিষ্যৎ নিয়ে আনচেলত্তি কথা বলবেন ২৫ মে
ভবিষ্যৎ নিয়ে আনচেলত্তি কথা বলবেন ২৫ মে
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার