X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

খানসামায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ধাওয়া পাল্টা-ধাওয়া, কার্যালয় ভাঙচুর

দিনাজপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০২৫, ২০:৪৩আপডেট : ১৬ মার্চ ২০২৫, ২০:৪৩

দিনাজপুরের খানসামায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় উপজেলা বিএনপি কার্যালয়ে হামলাও হয়েছে।

রবিবার (১৬ মার্চ) দুপুরে খানাসামা উপজেলার পাকেরহাট শাপলা চত্বরে এই ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে ওই এলাকায় দুপুর পর্যন্ত সমস্ত দোকানপাট বন্ধ রেখেছিলেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার সকালে খানসামা উপজেলার পাকেরহাট শাপলা চত্বরে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির ডাক দেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারীরা। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য ও ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, জেলা পরিষদের সাবেক সদস্য শাহরিয়ার জামান শাহ নিপুণ, উপজেলা বিএনপির সদস্য আজিজার রহমান শাহ ও মহসীন আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রউফসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মোস্তাফিজুর রহমান গ্রুপের কর্মসূচির শেষের দিকে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার অনুসারীরা বিক্ষোভ মিছিলের জন্য পাকেরহাট জাকির মার্কেট এলাকায় আসতে শুরু করলে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। হামলা হয় খানসামা উপজেলার দলীয় কার্যালয় ভাঙচুর হয় আসবাবপত্র।

পরে বিএনপির সুসংগঠিত রাজনীতিকে দ্বিধাবিভক্ত করার ষড়যন্ত্র ও আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের অভিযোগ তুলে এর প্রতিবাদে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া গ্রুপের অনুসারী উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী ও উপজেলা যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন ও নেতৃবৃন্দ। এ সময় দাবি করা হয়, ধাওয়া পাল্টা-ধাওয়ায় মিয়া গ্রুপের অনুসারী সাব্বির হোসেন নামে ছাত্রদলের এক কর্মী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে প্রকাশ্যে দুই ভাগে বিভক্ত খানসামা উপজেলা বিএনপি। একটি অংশ কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার অনুসারী এবং আরেকটি এই সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী। এই গ্রুপটি ইতিপূর্বে জেলা বিএনপির সহ-সভাপতি ও শিল্পপতি হাফিজুর রহমান সরকারের অনুসারী ছিল। সম্প্রতি হাফিজুর রহমান সরকার এই আসনের রাজনীতিতে নিষ্ক্রিয়।

বিএনপির নেতাকর্মীরা জানান, শুক্রবার দিনাজপুর-৪ সংসদীয় আসনের চিরিরবন্দর উপজেলার কারেঙ্গাতলী বাজারে ইফতার ও দোয়া মাহফিলের প্রস্তুতির সময় মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা হয়। সেই হামলার প্রতিবাদে রবিবার খানসামা উপজেলার পাকেরহাট শাপলা চত্বরে মাববন্ধন করার ঘোষণা দেন মোস্তাফিজুরের অনুসারীরা। একই স্থানে একই সময়ে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার অনুসারী হিসেবে পরিচিত উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন ও মোসলেম উদ্দিন সরকার।

মোস্তাফিজুর রহমান দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আয়োজিত ইফতার মাহফিলে হামলার প্রতিবাদেই মানববন্ধন ডাকা হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন দাবি করেন, এই আসনে বিএনপিকে বিভক্ত করার ষড়যন্ত্র ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার জানান, একই সময় ও একই স্থানে কর্মসূচি করতে বিএনপির দুই পক্ষকে নিরুৎসাহিত করা হয়। আলাপ-আলোচনা বা সমঝোতা করে কর্মসূচি করতে তাদেরকে বলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
‘আ.লীগ নিষিদ্ধ হবে কিনা, বিএনপি নয় জনগণ ঠিক করবে’
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ