X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

কাটা হলো কড়াই বিলের ৫ শতাধিক গাছ, জানে না প্রশাসন ও বন বিভাগ

বিপুল সরকার সানি, দিনাজপুর
১৭ মার্চ ২০২৫, ০৮:০১আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৮:০১

দিনাজপুরের বিরল উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের দর্শনীয় স্থান কড়াই বিলের পাঁচ শতাধিক ফলদ ও বনজ গাছ কেটে ফেলা হয়েছে। বিরল থানা মুক্তিযোদ্ধা হাঁস-মুরগি ও পশুপালন খামার সমবায় সমিতির নেতাদের নির্দেশে গাছগুলো কাটা হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রকৃতিপ্রেমী ও স্থানীয় লোকজন। 

তবে উপজেলা প্রশাসন ও বন বিভাগ বলছে, গাছ কাটার বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি। তাদের অনুমতি না নিয়েই কাটা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দিনাজপুর শহর থেকে ১৪ কিলোমিটার দূরে বিরল উপজেলায় কড়াই বিলের অবস্থান। জেলার ঐতিহাসিক রামসাগর, সুখসাগরের মতো প্রাকৃতিক সৌন্দর্যের আরেকটি স্থান এই বিল। বিশেষ করে শীতকালে অতিথি পাখির কলকাকলিতে মুখর থাকে। দেখতে আসেন বিভিন্ন এলাকার প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীরা। বিলের চারপাশের গাছগাছালি পাখিদের অভয়ারণ্য। ৫৬ একর আয়তনের বিলটি স্থানীয় মানুষের ধান ও মাছের বড় উৎস। স্বাধীনতা পরবর্তী সময়ে বিলের মাঝ বরাবর প্রায় ২৮ একর আয়তনের পুকুর খনন করা হয়। পাড়ে লাগানো হয় কয়েক হাজার ফলদ, বনজ, ঔষধি ও ফুলের গাছ। এসব উপেক্ষা করে গত আট দিন ধরে গাছগুলো কাটা হয়। এতে বাধা দেন শিক্ষার্থী ও এলাকাবাসী। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। গাছগুলো কেটে ফেলায় দর্শনার্থীরা এখান থেকে মুখ ফিরিয়ে নেবেন বলে শঙ্কা তাদের।

গত সোমবার শিক্ষার্থী ও এলাকাবাসীর বাধার মুখে কেটে ফেলা গাছগুলো জব্দ করে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে বিরল থানায় একটি মামলা করেছেন।

বিরল থানা মুক্তিযোদ্ধা হাঁস-মুরগি ও পশুপালন খামার সমবায় সমিতির নেতাদের নির্দেশে গাছগুলো কাটা হয়

বিরল থানা মুক্তিযোদ্ধা হাঁস-মুরগি ও পশুপালন খামার সমবায় সমিতি সূত্রে জানা যায়, ১৯৭৪ সালে স্থানীয় মুক্তিযোদ্ধা মিস্টার জর্জের নেতৃত্বে সমবায় সমিতি গঠন করে বিলটি সরকারের কাছ থেকে ইজারা নেওয়া হয়। ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিনাজপুরে আসলে ওই সমিতিতে অনুদান দেন এবং খাল কাটা কর্মসূচির আওতায় পুকুর খনন করা হয়। পাড়ে লাগানো হয় ফলদ, বনজ ও ফুলের গাছ। সমিতির সদস্যরা পুকুরে মাছ চাষ করেন। পরে মুক্তিযোদ্ধারা ভূমি মন্ত্রণালয় কর্তৃক স্থায়ীভাবে পুকুরের মালিকানা পান। কয়েক বছর পরে উপজেলা প্রশাসন ইজারা বাতিল করলে মুক্তিযোদ্ধারা আদালতে মামলা করেন। সেই মামলা এখনও চলমান। এর মধ্যেই গাছ কাটার সিদ্ধান্ত নেন সমিতির নেতারা। তারা বলছেন, পাঁচ শতাধিক ফলের গাছ চার লাখ ১০ হাজার টাকায় বিক্রি করেছেন। এর মধ্যে অধিকাংশ গাছ কেটে ফেলা হয়েছে।

গত শুক্রবার বিল এলাকা ঘুরে দেখা যায়, পুকুরের পূর্ব-উত্তর ও দক্ষিণ প্রান্তে এখনও আমসহ বিভিন্ন জাতের অর্ধশতাধিক গাছ রয়েছে। আম গাছগুলোতে মুকুলও ধরেছে। পুকুরের চারপাশের পাড় ভেঙে গেছে।

ওই এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‌‘গাছগুলো যারা কেটেছে তাদের বিচার চাই। এখানে শীতকালে পাখি আসতো, এখন আসবে কিনা শঙ্কা আছে। গরমের সময় আমরা ছায়ায় বসতাম, নির্মল বাতাস পেতাম।’ 
 
স্থানীয় কৃষক ফয়েজ উদ্দিন বলেন, ‘এটি আমাদের সম্পদ না হলেও গ্রামের কৃষকদের উপকারে আসতো। মুক্তিযোদ্ধাদের সমিতি নিজেদের সম্পদ মনে করে গাছগুলো কেটে ফেলেছে। আমরা ক্ষেতে কাজ করতে এলে রোদ লাগলে ছায়ায় যেতাম। শীতকালে পাখি আসতো। গাছ কেটে ফেলায় বঞ্চিত হলাম আমরা।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আলী আহসান আল মুজাহিদ বলেন, ‘গত সোমবার ঘুরতে গিয়ে গাছগুলো কাটছে দেখতে পাই। এরপর গাছ কাটা বন্ধ করতে উপজেলা প্রশাসনকে জানাই। এসিল্যান্ড আমাদের জানান এ বিষয়ে তিনি কিছুই জানেন না। বন বিভাগও জানে না। পরে বন বিভাগের কর্মকর্তা এখানে এসে কাগজপত্র দেখতে চান। কাগজপত্র দেখে অনুমোদন না থাকায় গাছ কাটা বন্ধ করে দেন। এটি পর্যটন এলাকা। যারা গাছগুলো কেটেছেন, তাদের আইনের আওতায় আনার দাবি জানাই আমরা।’

গাছ ক্রেতা জোবায়দুর রহমান বলেন, ‘এখানে চার শতাধিক আমগাছ, দুটি কাঁঠাল গাছ, তিনটি বেল গাছ রয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সমিতির মাধ্যমে টেন্ডার হয়েছে। চার লাখ ১০ হাজার টাকা জমা দিয়ে গাছগুলো কেনার পর কেটেছি। এখন পর্যন্ত দুই শতাধিক কাটা হয়েছে। যারা গাছ বিক্রি করেছেন তারা বলেছেন, কাগজপত্র ঠিক আছে। এ নিয়ে তারা ব্যাখ্যা দেবেন। আমি কোনও ঝামেলার মধ্যে নেই।’

গাছ কাটায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রকৃতিপ্রেমী ও স্থানীয় লোকজন

এ ব্যাপারে জানতে চাইলে বিরল থানা মুক্তিযোদ্ধা হাঁস-মুরগি ও পশুপালন খামার সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মকসেদ আলী বলেন, ‘কড়াই বিল সমবায়ভিত্তিক ব্যবস্থাপনা কমিটি দ্বারা পরিচালিত হয়। এখানে পুকুর লিজ, গাছ লাগানো, গাছ বিক্রিসহ যাবতীয় কাজ বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির মতামতের ভিত্তিতে পরিচালিত হয়। ১৯৭৫ সাল থেকে প্রকল্পের মাধ্যমে আমরা চালাচ্ছি। মুক্তিযোদ্ধারা এই সমিতির সদস্য। গাছগুলো আমাদের লাগানো। গত ১৫ থেকে ২০ বছর ধরে গাছগুলোতে কোনও ফল ধরে না। তাই কাটার সিদ্ধান্ত নিয়েছি। নিয়ম মেনেই বিক্রি করা হয়েছে। উপজেলা প্রশাসন এখন কাটা বন্ধ করে দিয়েছে।’

বন বিভাগের বিট কর্মকর্তা মহসীন আলী বলেন, ‘গাছ কাটতে হলে বন বিভাগকে জানানোর নিয়ম আছে। কিন্তু কড়াই বিলের গাছগুলো কাটার বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। উপজেলা প্রশাসন থেকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করে থানা নিয়ে আসি। সেইসঙ্গে মামলা করা হয়েছে।’

এ বিষয়ে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকারের খাস জমি থেকে গাছ কাটার অনুমতি নেওয়া হয়নি। যারা গাছ কেটেছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা সদুত্তর দিতে পারেননি। এই গাছগুলো সরকারি জমিতে। ভূমিসংক্রান্ত একটি মামলা চলমান আছে। গাছ কাটার ব্যাপারে আমাদের কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। বিধিবহির্ভূতভাবে সরকারি সম্পত্তি নষ্ট করার কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আপাতত গাছ কাটা বন্ধ আছে।’

/এএম/
সম্পর্কিত
প্রবাসীর শখের বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা
মুন্সীগঞ্জে জাতীয় পাখি পর্যবেক্ষক সম্মেলন অনুষ্ঠিত 
চার দশকেও খননকাজের ধকল সামলে ওঠেনি প্রশান্ত মহাসাগর
সর্বশেষ খবর
রাজধানীতে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পারমিট ছাড়া হজ না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
পারমিট ছাড়া হজ না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচারের ঘটনায় মামলা 
সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচারের ঘটনায় মামলা 
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া