X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

একজনের কাছে পাওয়া গেলো ট্রেনের ১৩০ টিকিট

দিনাজপুর প্রতিনিধি
২১ মার্চ ২০২৫, ১৫:০৮আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৯:১০

ট্রেনের বিভিন্ন রুটের ১৩০টি টিকিটসহ একজনকে আটক করা হয়েছে। বৃহস্প‌তিবার (২০ মার্চ) সকালে ঠাকুরগাঁও রেল‌স্টেশন থে‌কে তাকে আটক করেন রেলও‌য়ে নিরাপত্তা বা‌হিনীর সদস্যরা। প‌রে সন্ধ্যায় তাকে দিনাজপুর জিআর‌পি থানায় নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে আটক ওই ব্যক্তি জানিয়েছেন, তার নাম সা‌জেদুর রহমান (২৮), বাড়ি ঠাকুরগাঁওয়ের বা‌লিয়াডাঙ্গী উপ‌জেলার রাধানাথপুর গ্রা‌মে। ট্রেনের টিকিট ছাড়াও তার কাছ থে‌কে তিন‌টি মোবাইল ফোন সেট ও বি‌ভিন্ন কোম্পা‌নির ১৪‌টি সিম কার্ড পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তা‌দের সঙ্গে আলোচনা ক‌রে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জা‌নি‌য়ে‌ছেন পার্বতীপুর রেলও‌য়ে নিরাপত্তা প‌রিদর্শক হাসান শিহাবুল ইসলাম।

রেলও‌য়ে পু‌লিশ সূত্র জানায়, গত বুধবার রা‌তে ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা দ্রুতযান এক্স‌প্রেস ট্রেনের যাত্রী ছি‌লেন সা‌জেদুর রহমান। গতকাল সকাল ১০টায় ট্রেন‌টি ঠাকুরগাঁও স্টেশ‌নে পৌঁছায়। প‌রে প্ল্যাটফ‌র্মে টি‌কিট চে‌কিং করার সময় সা‌জেদু‌রের কা‌ছে টি‌কিট দেখ‌তে চান ট্রেনের টি‌টি। সাজেদু‌রের ‌প্রদর্শন করা টি‌কি‌টে ২২ জ‌নের আসন নম্বর এবং সরকা‌রি বা‌হিনীর টি‌কিট, বিক্রয় নি‌ষেধ লেখা দেখ‌তে পে‌য়ে টি‌টি তার প‌রিচয় জান‌তে চান। সা‌জেদুর নি‌জে‌কে একটি বা‌হিনীর সদস্য প‌রিচয় দেন। এক‌ টি‌কি‌টে ২২ জ‌নের আসনের বিষয়‌ে স‌ন্দেহ হ‌লে তাকে ঠাকুরগাঁও জিআর‌পি থানায় নেওয়া হয়। প‌রে জিজ্ঞাসাবাদ শে‌ষে সা‌জেদুর টি‌কিট কা‌লোবাজারির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার ক‌রেন। এ সময় তল্লা‌শি ক‌রে তার কাছ ২১ থেকে ২৫ মার্চের বি‌ভিন্ন ট্রেনের ১০৫টি আস‌নের টি‌কিট জব্দ করা হয়। এর ম‌ধ্যে ২১ ও ২২ মা‌র্চের দু‌টি টি‌কিট (হার্ড ক‌পি) এবং ২৫ মা‌র্চের ২৫টি টি‌কি‌টের অনলাইন ক‌পি। আর এসব টি‌কি‌টের যাত্রাস্থান ঢাকা থে‌কে পার্বতীপুর ও পঞ্চগড়।

জিজ্ঞাসাবা‌দে সা‌জেদুর জানান, বা‌হিনীর অন্য সদস্যদের জন্য টি‌কিটগু‌লো কেনা হয়েছে। এগু‌লো‌কে তাদের ভাষায় বলা হয় ওয়া‌রে‌ন্টের টি‌কিট। অবৈধভা‌বে তি‌নি এসব টি‌কিট কে‌টে‌ছেন। সম্প্রতি নয়ন না‌মের এক টি‌কিট কা‌লোবাজারির সঙ্গে ফেসবু‌কের মাধ্যমে তার প‌রিচয় হ‌য়। ঠাকুরগাঁওয়ে নে‌মে টি‌কিটগু‌লো মূলত নয়নের হা‌তে পৌঁছা‌নোর কথা ছি‌ল সা‌জেদুরের।

এ বিষ‌য়ে পার্বতীপুর রেলও‌য়ে নিরাপত্তা প‌রিদর্শক হাসান শিহাবুল ইসলাম ব‌লেন, ‘বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের সঙ্গে যোগা‌যোগ ক‌রে সাজেদুর রহমানের পরিচয় নি‌শ্চিত হয়েছি। পরে তাকে রেলও‌য়ে পু‌লি‌শের হেফাজ‌তে নেওয়া হ‌য়ে‌ছে। তার কাছ থে‌কে বি‌ভিন্ন তা‌রি‌খের ১০৫টি আস‌নের তিন‌টি টি‌কিট এবং ফো‌নে ২৫‌টি টি‌কি‌টের অনলাইন ক‌পি উদ্ধার করা হ‌য়ে‌ছে। ঈদের আগের দিন পর্যন্ত বি‌ভিন্ন স্থা‌নের ও ট্রেনের টি‌কিট বিক্রয়–সংক্রান্ত একা‌ধিক ব্যক্তির সঙ্গে তার ক‌থোপক‌থনের রেকর্ড পাওয়া গেছে। ‌প্রাথ‌মিকভা‌বে তি‌নি অপরাধ স্বীকার ক‌রে‌ছেন। রেলও‌য়ে পু‌লিশ ও ওই বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের সঙ্গে আলোচনা ক‌রে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
নিখোঁজের দুদিন পর মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার, দ্বিতীয় স্ত্রী-শাশুড়িসহ আটক ৩
চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সমাবেশ পণ্ড, আটক ৩
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
সর্বশেষ খবর
ফ্যাসিবাদী পুলিশের পরিবর্তে জনগণের পুলিশ হওয়ার আহ্বান
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়ফ্যাসিবাদী পুলিশের পরিবর্তে জনগণের পুলিশ হওয়ার আহ্বান
আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রাম টেস্ট জিতে খুব বেশি খুশি হননি শান্ত
চট্টগ্রাম টেস্ট জিতে খুব বেশি খুশি হননি শান্ত
লবণ দিয়ে এই কাজগুলোও করা যায়
লবণ দিয়ে এই কাজগুলোও করা যায়
সর্বাধিক পঠিত
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
প্যারোলে মুক্তি চান দীপু মনি
প্যারোলে মুক্তি চান দীপু মনি