X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

জেলা প্রশাসকের কর্মচারীকে গ্রেফতার করতে এসে অবরুদ্ধ দুদকের টিম

সিলেট প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৮

সিলেট দুর্নীতির অভিযোগে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহকারী আজিজুর রহমানকে গ্রেফতার করতে সেখানে যায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানকারী একটি দল। পরে তাকে গ্রেফতার করতে নিয়ে আসার সময় সেখানকার কর্মচারীদের তোপের মুখে পড়ে অবরুদ্ধ হয়ে পড়ে দুদকের দলটি। প্রায় সাড়ে ৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি পাহারায় তাদেরকে জেলা প্রশাসক কার্যালয় থেকে বের করে আনা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রোকন উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, পরিস্থিতি শান্ত করে পুলিশি পাহারায় দুদকের অভিযানকারী দলকে জেলা প্রশাসক কার্যালয় থেকে বের করে আনা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে দুর্নীতির অভিযোগে দুদকের একটি দল সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে চালিয়ে অফিস সহকারী আজিজুর রহমানকে গ্রেফতার করে দুদক নিয়ে আসার সময় অন্য কর্মচারীদের সঙ্গে দুদকের টিমের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আজিজুরকে ছিনিয়ে নেন সেখানকার কর্মচারীরা।
এরপর দুদকের অভিযানকারী দলটির সদস্যদেরকে জেলা প্রশাসক কার্যালয়ে আটকে রেখে বিক্ষোভ শুরু করে কর্মচারীরা। পরে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীদের হামলায় আহত হন দুদকের কনস্টেবল মেছবাহ উদ্দিন চৌধুরী।
এ সময় জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত কর্মচারীরা জেলা প্রশাসকের অনুমতিসাপেক্ষে গ্রেফতারের দাবি জানান।
পরে অফিস সহকারী আজিজুর কার্যালয়ের ভেতরে অসুস্থ হয়ে পড়লে তাকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়।
দুদক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলার ব্যবসা-বাণিজ্য শাখার অফিস সহকারী আজিজুর রহমানকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করে দুদক। দুদকের কাছে তথ্য ছিল ওই কর্মচারীর কাছে ঘুষের টাকা রয়েছে। আজিজুরকে গ্রেফতার করে নিয়ে আসার সময় জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা তাকে জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে গেট বন্ধ করে দেন।
সিলেট অঞ্চলের উপ-সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ জানান, দুদকের অভিযানকারী দলের ওপর হামলায় দুই কর্মকর্তাসহ চারজন আহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ