X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

দুটি ডিম বেঁচে গেলো!

শাবি প্রতিনিধি
২৩ মে ২০১৭, ১৫:৪৭আপডেট : ২৩ মে ২০১৭, ১৫:৪৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের বিরুদ্ধে। সম্প্রতি দলের সিনিয়র-জুনিয়ররাও ক্ষিপ্ত হয়ে ওঠে তার ওপর। চাপের মুখে সোমবার গভীর রাতে শাহপরান হল থেকে পালিয়ে যান নজরুল। এ ঘটনার পরই মঙ্গলবার সকালে নাম প্রকাশে অনিচ্ছুক হলের খাবারের দোকানের এক কর্মচারী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন ‘আজ দুইটা ডিম বেঁচে গেছে’। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘নজরুল নিয়মিতভাবে হলের বিভিন্ন খাবারের দোকান থেকে ফাও খায়। আজ সে না থাকায় সকালের নাস্তার দুটি ডিম বেঁচে গেল।’

স্থগিত হওয়া কমিটির বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাবিতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় জালিয়াতির মূল হোতা হচ্ছে এই নজরুল। তার চক্রান্তেই ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।’ শাবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি জালিয়াতির চেষ্টাকালে আটককৃত বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আল আমিন নজরুল ইসলামের অনুসারী। তাকে থানা থেকে ছাড়িয়ে আনতে নজরুল তদবির করেছিল বলেও বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও সে টঙে চাঁদাবাজি, বহিরাগতদের কাছ থেকে টাকা আদায়, ডাইনিং-এ ফাও খাওয়াসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলেও জানান ছাত্রলীগের সিনিয়র নেতারা।

এ বিষয়ে জানতে নজরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এখন বাইরে আছি। সিনিয়ররা গতকাল (সোমবার) রাতে  আপাতত হলের বাইরে থাকতে বলেছে। তবে দুই-এক দিনের মধ্যে হলে প্রবেশ করবো।’

হল সূত্রে জানা যায়, শাহপরান হলের এ বক্লের ২০৭ নম্বর রুম একাই অবৈধভাবে দখল করে থাকেন নজরুল। তার রুমে অবৈধ ডিস লাইন আছে। সারারাত জুনিয়দের নিয়ে হইচই করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

হল প্রশাসন সূত্রে জানায়, শাহপরান আবাসিক হলে তার কোনও বৈধতা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখবে কর্তৃপক্ষ।

শাহপরান হলের প্রভোস্ট শাহেদুল হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সে হলে ভর্তি আছে কিনা আমি জানি না। অফিসে বলেছি জানাতে। তবে হল থেকে বের করে দেওয়া বিষয়ে কেউ এখনও কোনও অভিযোগ করেনি।’

স্থগিত হওয়া শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বাংলা ট্রিবিউনকে জানান, ‘নজরুলের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সেগুলোর ভিত্তিতেই ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে তাকে হল থেকে বিতাড়িত করেছে। আমরা বিষয়টি পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবো।’

এদিকে সোমবার বিকালে সহসভাপতি সৈয়দ জুয়েমকেও শাহপরান হল থেকে বের করে দেওয়া হয় বলে ছাত্রলীগের একাধিক সূত্র জানায়। তবে বিষয়টি নিয়ে কোনও পক্ষই মুখ খুলতে রাজি হয়নি।

উল্লেখ্য গত ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে কয়েকজন ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে। পরবর্তীতে গত ১২ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগ শাবি শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করে।

/এফএস/ 

আরও পড়ুন- 


সহসা হচ্ছে না বৃষ্টি

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ