X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় চার জনের ফাঁসির আদেশ

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৭, ১৭:৪৫আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৭:৪৫

হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় চার জনের ফাঁসির আদেশ (ছবি: প্রতিনিধি) হবিগঞ্জের আজমিরীগঞ্জে কৃষক গৌরব হত্যা মামলায় চার জনের মৃত্যুদণ্ড এবং পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরোজা পারভীন এ দণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার আজমিরীগঞ্জ উপজেলার ঝিলুয়া গ্রামের গৌর মোহন দাস, দিলীপ দাস, সমির দাস ও তপু দাস।

বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ঝিলুয়া গ্রামের গোগেন্দ্র দাস ও গৌরাঙ্গ দাসের তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড; রামু দাস, লিল মোহন দাস ও রামচরণ দাসের এক বছরের কারাদণ্ড।   

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০১ সালের ১০ নভেম্বর মাছ ধরাকে কেন্দ্র করে আসামিরা একই গ্রামের কৃষক গৌরব চৌধুরীকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার পরদিন গৌরব দাসের বড় ভাই গৌরাঙ্গ দাস বাদী হয়ে ৩৩  জনের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে ২০০২ সালের ২১ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে চার জনের ফাঁসি এবং পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। অন্যান্যদের বেকসুর খালাস দেওয়া হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। আশা করি উচ্চ আদালতেও তাদের দণ্ড বহাল থাকবে।’

মামলার বাদী গৌরাঙ্গ দাস চৌধুরী বলেন, ‘রায়ের মাধ্যমে আমরা ন্যায় বিচার পেয়েছি। আমরা সন্তুষ্ট।’

আসামিপক্ষের আত্মীয়-স্বজনরা জানান, উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।

আরও পড়ুন- প্রধান বিচারপতি কোথায় আছেন জানা নেই অ্যাটর্নি জেনারেলের

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
ডা. সাবিরা হত্যা: তিন বছরেও মেলেনি খুনির পরিচয়
ডা. সাবিরা হত্যা: তিন বছরেও মেলেনি খুনির পরিচয়
বিশ্বব্যাংক ভূমিসেবা সম্মেলন ও বাংলাদেশের অর্জন
বিশ্বব্যাংক ভূমিসেবা সম্মেলন ও বাংলাদেশের অর্জন
ঘোড়া নিয়ে নির্বাচনি শোডাউন করায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী কারাগারে
ঘোড়া নিয়ে নির্বাচনি শোডাউন করায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী কারাগারে
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি