X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৭, ১৯:১৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৯:২১

শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করেন অর্থমন্ত্রী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর)  দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এটি উদ্বোধন করেন। এর আগে পাকিস্তান আমলে চট্টগ্রামে প্রথম চা নিলাম কেন্দ্র চালু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘চায়ের রাজধানী শ্রীমঙ্গলে কোনও চা নিলাম কেন্দ্র ছিল না, এটি আসলেই দুঃখজনক। শেষ পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র এখানে নির্মিত হয়েছে। সিলেটে অনেক আগে থেকেই চা নিলাম কেন্দ্র চালুর দাবি ছিল। ১৯৮২ সালে আমি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে একটি সিদ্ধান্ত দেই, শ্রীমঙ্গলে টি অকশন করা হোক। সেই সময় টি প্লান্টার্স অ্যাসোসিয়েশন আমার এই প্রস্তাবকে সমর্থন করে। কিন্তু চট্টগ্রামের ব্যবসার কারণে সিলেটে এই নিলাম কেন্দ্র এত দিন হয়নি। শেষ পর্যন্ত ২০১৭ সালে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।’

শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করেন অর্থমন্ত্রী তিনি আরও বলেন, ‘চা নিয়ে গবেষণার জন্য আমাদের রিসার্চ ইনস্টিটিউট রয়েছে। চা উৎপাদন নিয়ে যদি আমরা আরও সচেষ্ট হই তাহলে অর্থনৈতিকভাবে আমরা আরও সুফল পাবো।’

টি প্লান্টার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর আহ্বায়ক ড. একেএম আবদুল মোমেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সৈয়দা সায়রা মহসিন এমপি, আব্দুল মতিন এমপি, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহ জালালসহ স্থানীয় ব্যবসায়ীরা।  

 

/এসএসএ/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া