X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে নির্বাচনি আমেজ

সিলেট প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৮, ১২:৪২আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১২:৪৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ জানুয়ারি সিলেটে যাচ্ছেন। ওইদিন দুপুরে বিমানের ফ্লাইটে করে সিলেট পৌঁছে সরকারি বিভিন্ন কর্মসূচির পাশাপাশি শাহজালাল (রহ:) ও শাহপরাণ (রহ:) মাজার জিয়ারত শেষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন তিনি। সিলেট নগরের আলীয়া মাদ্রসা মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলছেন, সিলেট সফরের মাধ্যমেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, গত শনিবার (৬ জানুয়ারি) দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে বিভাগীয় শহরগুলোতে দলের সভাপতির সাংগঠনিক সফরের সিদ্ধান্ত হয়। নির্বাচনি বছরের প্রথম সাংগঠনিক সফর সিলেট থেকে শুরু করার আগ্রহ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। সেই আলোকে আগামী ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর সিলেট সফর রবিবার (৭ জানুয়ারি) চূড়ান্ত হয়।
প্রধানমন্ত্রীর সিলেট সফরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তিনি বলেন, ‘সিলেট থেকেই নির্বাচনি প্রচারণার কাজ শুরু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ জানুয়ারি সিলেট সফরে আসছেন। ওই দিন তিনি শাহজালাল (রহ:) ও শাহপরাণ (রহ:) মাজার জিয়ারত শেষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন।’
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘প্রতিবারের মতো এবারও সিলেট সফরের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জনসভাটি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রসায় আয়োজন করা হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি
ফার্নিচার কারখানায় ৬০০ বস্তা চিনি
নির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা