X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সুনামগঞ্জে ৭৫ হাজার মানুষ পানিবন্দি

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
১২ জুলাই ২০১৯, ২২:৪৮আপডেট : ১২ জুলাই ২০১৯, ২৩:৫৪

 

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং সরকারি প্রাথমিক বিদ্যালয় সুনামগঞ্জ জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী শুক্রবার (১২ জুলাই) পর্যন্ত ১৪ হাজার ৫শ ঘরবাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে। এতে ৭৫ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। সন্ধ্যা ৬ টায় সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদ সীমার ৮৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বিকাল থেকে আবারও বৃষ্টিপাত শুরু হওয়ায় পানি বাড়তে শুরু করেছে। জেলার সদর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার দুর্গত এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

অস্বাভাবিক বৃষ্টি ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, দোয়ারাবাজার উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব উপজেলা বেশিরভাগ সড়ক পানিতে নিমজ্জিত হয়ে আছে। কয়েক দিনের পানিবন্দি হাওরবাসীর অনেকেই ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন। ঘরবাড়িতে পানি ওঠে যাওয়ার কারণে তারা রান্না করা খাবার খেতে পারছেন না। আবার অনেকেই সম্পদের সুরক্ষায় আশ্রয় কেন্দ্রগুলোতেও যাচ্ছেন না।

বিশ্বম্ভরপুর উপজেলার রসুলপুর গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ‘শিশুদের নিরাপত্তার কথা ভেবে জেলার ৯টি উপজেলার ৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান সাময়িক স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও পাঠদান শুরু করা হবে।’

মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘পাঁচটি উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করেছে।’

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পওর (১) আবু বকর সিদ্দিক ভুইয়া বলেন, ‘বন্যাপূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী তিন দিন এখানে বৃষ্টিপাত হতে পারে। প্রতিঘণ্টায় পানি বাড়ছে। সুরমা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে। এছাড়া সীমান্তের ওপারে মেঘালয় রাজ্যে ভারী বর্ষণ হওয়ায় প্রবল বেগে পাহাড়ি ঢলের পানি জেলার সবকটি নদনদী দিয়ে প্রবাহিত হচ্ছে।’

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফজলুর রহমান জানান, জেলার ৯টি উপজেলায় দুর্গতদের মধ্যে ৩শ মেট্রিকটন চাল, ৩ হাজার ৭৬৫ প্যাকেট শুকনো খাবার ও আড়াই লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ত্রাণ মন্ত্রণালয় থেকে আরও ২শ মেট্রিক টন চাল, ৫ হাজার প্যাকেট শুকনো খাবার ও ৩ লাখ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফজলুর রহমান বলেন, ‘পর্যাপ্ত পরিমাণ ত্রাণ প্রশাসনের কাছে রয়েছে, তা প্রতিদিন উপজেলা পর্যায়ে বিতরণ করা হচ্ছে।’

বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের শুকনো খাবার বিতরণ বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমীর বিশ্বাস বলেন, ‘ফতেহপুর, দক্ষিণ বাদাঘাট ও পলাশ ইউনিয়নের বজ্রনাথপুর, ধরেরপাড়, পদ্মনগর, পিয়ারিনগর, বাগগাঁও, সাতগাও, শ্রীধরপুর গুচ্ছগ্রাম, কলাইয়া, ঘাগটিয়া গ্রামের চার শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন সব সময় দুর্গতদের খোঁজ খবর রাখছে। প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।’

ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন বলেন, ‘সকালে ফতেহপুর ইউনিয়নের দুর্গতদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। দুর্গতদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখা হচ্ছে।’ তিনি সরকারের কাছে ত্রাণের পরিমাণ বাড়ানোর দাবি জানান।  

হাওর বাঁচাও ও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, ‘লাখো মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। মেডিক্যাল টিম যথাযথভাবে কাজ না করছে না। ত্রাণের পরিমাণ আরও বাড়ানো প্রয়োজন, বিশেষ করে শুকনো খাবারের প্যাকেট বাড়ানো দরকার।’ 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১৬
চট্টগ্রাম ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ, পটিয়ায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী
চট্টগ্রাম ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ, পটিয়ায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী
৫ আগস্ট সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি
৫ আগস্ট সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি
ইউক্রেনে কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
ইউক্রেনে কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি