X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ৫০ গ্রাম প্লাবিত

হবিগঞ্জ প্রতিনিধি
১৫ জুলাই ২০১৯, ০৯:৪২আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০৯:৪৩

হবিগঞ্জে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ৫০ গ্রাম প্লাবিত হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কুশিয়ারা ডাইক ভেঙে নবীগঞ্জ উপজেলার ৫০ গ্রাম তলিয়ে গেছে। বিশেষ করে হবিগঞ্জের নবীগঞ্জ, বাহুবল, বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার ভাটি এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দি এসব মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁধ মেরামতের চেষ্টা করা হচ্ছে। তবে বন্যার পানি বৃদ্ধি থাকায় এ বাঁধ এখনই মেরামত করা সম্ভব নয় বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
স্থানীয় দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ এওলা বলেন, রবিবার বিকালে হঠাৎ বিকট শব্দে নদী রক্ষা বাঁধ প্রায় ১০০ হাত জায়গা নিয়ে ভেঙে যায়। বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বাঁধ মেরামত করা সম্ভব নয়। আমার ইউনিয়নের প্রতিটি গ্রাম প্লাবিত হয়েছে।
হবিগঞ্জে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ৫০ গ্রাম প্লাবিত আউশকান্দি ইউপির চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন বলেন, কুশিয়ারা ডাইক ভেঙে যাওয়ায় আমার ইউনিয়নের প্রায় ২০ গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। এখনও কোনও সরকারি ত্রাণ পৌঁছায়নি বলে তিনি জানান।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান বলেন, ‘প্রতি ঘণ্টায় পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা আশঙ্কা করছি, কুশিয়ারা ডাইক ভেঙে গেছে তাই এটা মেরামত করা হচ্ছে। বিশেষ করে আউশকান্দি, ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়ন বেশি ক্ষতি হয়েছে। জরুরি প্রয়োজনে সবসময় হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন পানিবন্দি লোকজন।’ হবিগঞ্জে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ৫০ গ্রাম প্লাবিত
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম বলেন, ‘কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভেঙে যাওয়া বাঁধ মেরামতের জন্য আমাদের লোকজন কাজ করছে। ভাঙন রোধে ইতোমধ্যে আমরা সেখানে বালুর বস্তা ফেলেছি। ভাঙন ঠেকাতে জোরালোভাবে কাজ করে যাচ্ছি।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ