X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১
শাবিতে ন্যাশনাল মেকানিক্যাল ফেস্টিভ্যাল

প্রযুক্তি বিশ্বকে জয় করতে শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

শাবি প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫০




 ন্যাশনাল মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘মেকনোভেশন’-এ অংশ নেওয়া শিক্ষার্থীদের আগামী দিনের প্রযুক্তি বিশ্বের জন্য নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের বিশ্বমানের প্রতিযোগী গড়ে তুলতে হবে। সময়ের সঙ্গে তাল মেলাতে নিজেদের প্রস্তুত করতে হবে। আর এক্ষেত্রে ছোট ছোট আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যাচাইয়ের সুযোগ করে নিতে হবে। আগামী দিনের প্রযুক্তি বিশ্বকে জয় করতে নিজেদের এখন থেকেই তৈরি করে নিতে হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. খায়রুল আলম ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের নির্বাহী প্রকৌশল মো. মাহমুদুল কবির। অনুষ্ঠানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল মেকানিক্যাল ফেস্টিভ্যাল আয়োজন কমিটির সেক্রেটারি ও প্রভাষক নুরুজ্জামান সাকিব, বিভাগের প্রভাষক নাফিসা আনজুম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব সাস্ট’র সহ-সভাপতি সমুদ্র দে প্রমুখ।

২৭ সেপ্টেম্বর থেকে শাবিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব সাস্ট’ আয়োজিত দুই দিনব্যাপী এ উৎসেবের চারটি ইভেন্টে ৯টি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন স্কুল ও কলেজের ১৫০ এর অধিক প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগিতায় লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতা ৩০টি দল, আইডিয়া প্রেজেন্টেশনে ১২টি দল, ডিজাইন কনটেস্টে ১৪টি দল এবং রুব্রিক্স কিউব কনটেস্টে ৯টি দল অংশ নিয়েছিল। এরমধ্য থেকে লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতার (রোবোনিক্স) চ্যাম্পিয়ন হয়েছে শাবির টিম ‘সাস্ট ব্যাকস্পেস’ এবং রানার্সআপ হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের টিম ‘ফ্লাশ সাস্ট’।

আইডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতায় (আইডিইয়েট) চ্যাম্পিয়ন হয়েছে শাবির টিম ‘ক্রসফিট’ এবং রানার্সআপ হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের ‘ফিউচার ফুয়েল’।

 ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্রতিযোগিতায় (ডিপিকশান) চ্যাম্পিয়ন হয়েছে শাবির টিম ‘অর্থগোনাল’ এবং রানার্সআপ হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের টিম ‘লিনিয়ার হরিজন’।

রুবিক্স কিউব সলিউশনের ফান গেম প্রতিযোগিতায় (কিউবিমেনিয়া) চ্যাম্পিয়ন হয়েছে শাবি শিক্ষার্থী আরিফ হোসাইন সাকিব এবং রানার্সআপ হয়েছে ‘আনন্দনিকেতন’র শিক্ষার্থী সাদিব বিন মোহাম্মাদ মোয়াইজ চৌধুরী।

এরআগে ফ্যাস্টিভালের অংশ হিসেবে ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লি. এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. খায়রুল আলম, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের নির্বাহী প্রকৌশল মো. মাহমুদুল কবির। এছাড়া অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নিজস্ব পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ন্যাশনাল মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘মেকনোভেশন ১৯’ এর মিডিয়া পার্টনার ছিল দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন।

/টিটি/
সম্পর্কিত
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
সর্বশেষ খবর
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
শীর্ষ ঋণখেলাপি লস্করের সম্পত্তি ওসির জিম্মায় দিলেন আদালত
শীর্ষ ঋণখেলাপি লস্করের সম্পত্তি ওসির জিম্মায় দিলেন আদালত
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র