X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের দায়ে তিন শিক্ষার্থী বহিষ্কার

শাবি প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৬

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের দায়ে তিন শিক্ষার্থী বহিষ্কার নবীন এক শিক্ষার্থীকে মানসিক নির্যাতন ও র‌্যাগিংয়ের অপরাধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলো, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহেল রানা ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নাফি আনোয়ার সাদি ও নূর-ই-আলম সিদ্দিকি। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিষয়ে উপাচার্য বলেন, ‘এক শিক্ষার্থী র‌্যাগিং এর বিষয়ে প্রক্টর বরাবর অভিযোগ করে। এ অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি করা হয়। তদন্ত কমিটি অভিযুক্তদের জড়িত থাকার প্রমাণ পায়। পরে তদন্ত কমিটির সুপারিশে বৃহস্পতিবার বিকালে তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রবিবার বহিষ্কারের বিষয়টি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।

ভারপ্রাপ্ত প্রক্টর ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, ‘১৩ ফেব্রুয়ারি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী প্রক্টরিয়াল বডির কাছে তার বিভাগের তিন সিনিয়রের বিরুদ্ধে র‌্যাগিং ও মানসিক নির্যাতন করার অভিযোগ দেন। পরে তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেন। এরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে শাস্তি দেয়।’

প্রসঙ্গত, তদন্ত কমিটির প্রধান ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী প্রক্টর মোহাম্মদ শাহাদত হোসেন ও আহসানুল ইসলাম।

 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বজ্রাঘাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় কারিগরি ত্রুটি, দীর্ঘ যানজট
বজ্রাঘাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় কারিগরি ত্রুটি, দীর্ঘ যানজট
স্যালাইনের দাম না বাড়াতে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
স্যালাইনের দাম না বাড়াতে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
শরীয়তপুরে আগুনে পুড়লো ৯ দোকান, ক্ষতি দুই কোটি টাকা
শরীয়তপুরে আগুনে পুড়লো ৯ দোকান, ক্ষতি দুই কোটি টাকা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র