X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

সিলেটে শুরু হয়েছে ফ্রি ‘অ্যান্টিজেন টেস্ট’

সিলেট প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ১৪:৫৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৪:৫৬

অ্যান্টিজেন পরীক্ষা করোনা শনাক্তের জন্য সিলেটে শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। শনিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে এই টেস্ট শুরু হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। আধঘণ্টার মধ্যে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ফলাফল পাওয়া যাবে। তবে টেস্টের জন্য কোনও ধরনের ফি লাগবে না।

বিষয়টি নিশ্চিত কররেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি বলেন, ‘শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আজ (শনিবার) থেকে শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। এর মাধ্যমে আধা ঘণ্টার মধ্যে আমরা কেউ আক্রান্ত কিনা তা জানতে পারবো। যাদের শরীরে ৩ দিন ধরে করোনার উপসর্গ আছে। তাদেরকে অ্যান্টিজেন টেস্টের আওতায় আনা হবে। উপসর্গ না থাকলে নমুনা পরীক্ষা হবে আরটি-পিসিআর ল্যাবে।’

তিনি আরও বলেন, ‘অ্যান্টিজেন টেস্টের জন্য আমরা নেজাল সোয়াব (নাকের ভেতর থেকে নমুনা) নেবো। প্রত্যেকের দু’টি করে স্যাম্পল নেওয়া হবে। অ্যান্টিজেন টেস্টে কেউ পজিটিভ হলে তাকে জানিয়ে দেওয়া হবে। আর কেউ নেগেটিভ হলে অধিকতর নিশ্চিতের জন্য আরেকটি নমুনা পরীক্ষা করা হবে আরটি-পিসিআর ল্যাবে।’

অ্যান্টিজেন টেস্টের জন্য সিলেটে ৫০০ কিট রয়েছে বলে জানিয়েছেন হিমাংশু লাল রায়। এগুলো শেষ হওয়ার আগেই আরও কিট পাওয়া যাবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, শামসুদ্দিন হাসপাতালে আগে সিলিন্ডারের মাধ্যমে রোগীদের অক্সিজেন সরবরাহ করা হত। এখন থেকে হাসপাতালে রয়েছে ১০ হাজার লিটার সেন্ট্রাল  অক্সিজেন। রোগীরা তাদের বেডের পাশে থাকা অক্সিজেনের লাইন থেকে অক্সিজেন নিতে পারবেন।

 এদিকে, ওসমানী মেডিক্যালের করোনার ল্যাবের মেশিনের পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা দেখা দিয়েছে। যার কারণে  ল্যাবে পরীক্ষা করা যাচ্ছে না। তবে যাদের কাছ থেকে মেশিনটি নেওয়া হয়েছে তারা মেরামত করতে সিলেটে এসেছেন।  

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি নিশ্চিত করলো ভারত-পাকিস্তান
যুদ্ধবিরতি নিশ্চিত করলো ভারত-পাকিস্তান
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
শাহবাগে গণজমায়েতে এখনও বাড়ছে মানুষের উপস্থিতি
শাহবাগে গণজমায়েতে এখনও বাড়ছে মানুষের উপস্থিতি
নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ শেষ ম্যাচ হারলেও ঝলক দেখালেন নাসুম
নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ শেষ ম্যাচ হারলেও ঝলক দেখালেন নাসুম
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু