X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মাইকে ঘোষণা দিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ

সিলেট প্রতিনিধি
২৪ জুলাই ২০২১, ২৩:৫০আপডেট : ২৫ জুলাই ২০২১, ০০:৫৭

সিলেটের বিয়ানীবাজারের আলীনগর গ্রামে পূর্ববিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জুলাই) আলীনগর ও টিকরপাড়া গ্রামবাসীর মধ্যে ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুলিশ সদস্যসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে।

সংঘর্ষের সময় ধাওয়া পাল্টা-ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আশপাশের এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

সংঘর্ষে পুলিশের চার সদস্যসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন। তাদের মধ্যে ২০-২৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, তিন দিন আগে আলীনগর গ্রামের অটোরিকশাচালক নজর আলীর সঙ্গে টিকরপাড়া এলাকার যুবক সাদিকসহ কয়েকজন যুবক বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে যুবকরা অটোরিকশাচালককে মারধর করেন। বিষয়টি আলীনগরবাসী জানার পর গ্রামে উত্তেজনা শুরু হয়। বৃহস্পতিবারের ঘটনার জেরে শনিবার দুপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গ্রামের লোকজন। এ সময় দুই গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে শত শত মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ক দুই ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে।

সিলেটের অতিরিক্ত পুলিশ (সদর-সার্কেল) জাকির হোসেন জানান, গ্রামবাসীর ছোড়া ঢিলে পুলিশের ৩-৪ জন সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশ পাঁচ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেন, তুচ্ছ বিষয় নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের সহযোগিতায় এবং উভয় পক্ষের মুরব্বিদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা