X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রায়হান হত্যা: অভিযোগপত্রের পর্যালোচনা ৩০ সেপ্টেম্বর

সিলেট প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:২০

সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত হওয়া রায়হান আহমদ হত্যা মামলায় পিবিআইয়ের দাখিলকৃত অভিযোগপত্রের ওপর পর্যালোচনা পিছিয়েছে। অভিযোগপত্র পর্যালোচনার জন‍্য আগামী ৩০ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। 

সোমবার (১৩ সেপ্টেম্বর) সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্রের পর্যালোচনার কথা থাকলেও মামলার নথি অন্য আদালতে থাকায় হয়নি। 

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নওশাদ আহমদ চৌধুরী। তিনি বলেন, রায়হান হত্যা মামলায় পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। করোনার কারণে আদালতের কার্যক্রম বন্ধ ছিল। সোমবার (১৩ সেপ্টেম্বর) আদালতে অভিযোগপত্রের ওপর পর্যালোচনার কথা ছিল। কিন্তু মামলার নথি অন্য আদালতে থাকায় পর্যালোচনা হয়নি। আগামী ৩০ সেপ্টেম্বর আদালত অভিযোগপত্রের ওপর পর্যালোচনার দিন ধার্য করেন। পর্যালোচনার পর আদালত অভিযোগপত্র গ্রহণ করে অভিযোগ গঠন করবেন। এরপর বিচার শুরু হবে।

আদালত সূত্র জানায়, এ বছরের ৫ মে পিবিআই আলোচিত এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়। অভিযোগপত্রে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই (সাময়িক বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়াকে (৩২) প্রধান অভিযুক্ত করা হয়। অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আশেক এলাহী (৪৩), কনস্টেবল মো. হারুন অর রশিদ (৩২), টিটু চন্দ্র দাস (৩৮), ফাঁড়ির টুআইসি পদে থাকা সাময়িক বরখাস্ত এসআই মো. হাসান উদ্দিন (৩২) ও এসআই আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান (৩২)। নোমান ছাড়া বাকি সবাই বর্তমানে কারাগারে।

গত বছরের ১০ অক্টোবর মধ্যরাতে বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমদকে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে রায়হানের স্ত্রী কোতোয়ালি থানায় মামলা করেন।

/এএম/
সম্পর্কিত
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বশেষ খবর
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত