X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সিলেটের সাইবার ট্রাইব্যুনালে তাহেরি

সিলেট প্রতিনিধি
২৪ মার্চ ২০২২, ১৬:১৪আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৬:৪৬

ওয়াজের দাওয়াত সংক্রান্ত একটি বিষয়ে সিলেটের আদালতে অভিযোগ দিয়েছেন ইসলামি বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরি। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে তিনি সিলেটে এসে বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে ১৫ জনের বিরুদ্ধে অভিযোগটি দেন।

জানা গেছে, সিলেটের বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মঙ্গলবার (২২ মার্চ) ওয়াজের আয়োজন করেন স্থানীয়রা। টাকা নিয়ে সেই ওয়াজে না আসার অভিযোগ ওঠে তাহেরির বিরুদ্ধে। আয়োজক কমিটি এ বিষয়ে মাইকে ঘোষণা দিয়ে দাবি করেন, তাহেরির পক্ষ থেকে দাওয়াত গ্রহণ এবং দুই ধাপে ৩৩ হাজার টাকা নেওয়া হয়েছে। এই ঘোষণা দিয়ে সিলেটে এই ইসলামী বক্তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন আয়োজকরা। তবে এসব অভিযোগ মিথ্যা দাবি করে আদালতে অভিযোগ দিয়েছেন তাহেরি।

অভিযুক্তরা হলেন- সিলেটের বালাগঞ্জ পৈলনপুরের মইনুল ইসলাম, হাফিজ মুজিবুর রহমান, মসজিদের ইমাম ও খতিব ক্বারী জয়নাল আবেদীন, নবীগঞ্জের রাজু আহমদ, নবীগঞ্জ সদরঘাটের শেখ শাহজাহান, হবিগঞ্জ লাখাই মুড়াকুড়ির আব্দুল কুদ্দুছ নুরী, তপু তরফদার, নিজাম আহমেদ আকরাম, নিজামউদ্দিন সিদ্দীকি, একে মিডিয়া সিলেট, নবীগঞ্জের দেওপাড়া সাতাইল গ্রামের আব্দুল আলিমের ছেলে হাফিজ কামরুল ইসলাম জালালি, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া তুলাই শিমুল গ্রামের শেখ রাসেল, ব্রাহ্মণবাড়িয়ার চারগাছ গ্রামের আবদুল ফরহার ছেলে মোরশেদ শাহ, হবিগঞ্জের নবীগঞ্জ থানার গুমগুমিয়া গ্রামের খালেদ আহমদের ছেলে এস এ শামিম ও টিটিভি। এ মামলায় চার জনকে সাক্ষী করা হয়েছে।

এ সময় আদালত প্রাঙ্গণে গিয়াস উদ্দিন তাহেরি বলেন, ‘আমি বালাগঞ্জের মাহফিলের কোনও দাওয়াত পাইনি। জানি না কে বা কারা আমার নাম করে টাকা নিয়েছে। কিন্তু আমার নামে মিথ্যাচার করা হয়েছে, তাই আমি আদালতে মামলা করতে এসেছি।’

তিনি বলেন, ‘আমার সঙ্গে যা করা হয়েছে তা সম্পূর্ণ অন্যায়। এমনকি বিভিন্ন ফেসবুক লাইভে আমাকে গালিগালাজ করা হয়েছে। আমার নামে টাকা নেওয়ার অপবাদ দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।’

তাহেরির আইনজীবী সিলেট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ বলেন, ‘আগামী ৩১ মার্চ এ অভিযোগের আদেশের তারিখ নির্ধারণ করেছেন আদালত। আশা করছি ন্যায়বিচার পাবো।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
আত্মসমর্পণের পর কারাগারে  বিএনপি নেতা হাবিব-দীপক
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া