X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

এবার ভাঙলো মাউতির বাঁধ, ডুবছে হাওরের ফসল

সুনামগঞ্জ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২২, ২১:৩৬আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ২১:৩৯

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকতে শুরু করেছে। রবিবার (২৪ এপ্রিল) সকালে হাওরের মাউতি বাঁধ ভেঙে যায়। এতে বছরের একটি মাত্র ফসল পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। 

সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় ছায়ার হাওরের অবস্থান। তবে এর বেশিরভাগ অংশ পড়েছে শাল্লা উপজেলায়। শনিবার রাতে ঝড়বৃষ্টিতে মাউতির বাঁধে ফাটল দেখা দেয়। স্থানীয়রা বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও বাঁধ সংস্কারে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ফলে পানির তোড়ে ভোরে বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকতে শুরু করে। 

কৃষকরা বলছেন, ছায়ার হাওরের প্রায় অর্ধেক ধান ইতোমধ্যে কাটা হয়েছে। তবে বাকি অর্ধেক বাঁধ বেঙে পানি ঢুকে তলিয়ে যাচ্ছে। কৃষকরা হাওরের আধাপাকা ধান কাটার চেষ্টা করছেন। কিন্তু পানির উচ্চতা বাড়ায় সেটা সম্ভব হচ্ছে না। রাতেই পুরো হাওর তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

ফসল পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন হাওরের কৃষকরা

স্থানীয় কৃষক শহীদ আহমেদ জানান, ছায়ার হাওরে ধান চাষ করেন তিনি। ইতোমধ্যে কিছু ধান কাটা হয়ে গেছে। কিন্তু উফশী জাতের ধান সবে কাটা শুরু হয়েছে। সেগুলো মাত্র পাকতে শুরু করেছে। আরও ১০ দিন সময় পেলে সব কাটা সম্ভব হতো।

বাহারা ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু বলেন, ‘ছায়ার হাওরের অর্ধেক ফসল কাটা হয়েছে। বাকি ফসল মাউতি বাঁধ ভাঙায় তলিয়ে যাচ্ছে। বাঁধে ফাটল দেখা দেওয়ার পর  প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যদি দ্রুত সংস্কারে এগিয়ে আসতো, তাহলে কৃষকদের এমন অবস্থায় পড়তে হতো না।’

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিমল চন্দ্র বলেন, ‘ছায়ার হাওরে ইতোমধ্যে ৯০ ভাগ ধান কাটা হয়ে গেছে। আরও দুই-একদিন সময় পেলে শতভাগ ধান কেটে ফেরা যেতো।’

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন, ‘স্থায়ী বাঁধ ভেঙে গেছে। গত রাতে ঝড়বৃষ্টি হয়েছে। এতে বাঁধের মাটি নরম হয়ে পড়ে। পানি কাঙ্ক্ষিত মাত্রায় না কমায় বাঁধে চাপ রয়েছে।’

জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। তবে এই হাওরের ৯০ শতাংশ ফসল কাটা হয়েছে। তারপরও যদি কেউ ক্ষয়ক্ষতির শিকার হন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ
টাঙ্গুয়ারকে বাঁচাতে ৬ দাবি হাওরবাসীর
হিমাগারে আলু সংরক্ষণের মূল্য নিয়ে দ্বন্দ্বের অবসান, ভাড়া নির্ধারণ
সর্বশেষ খবর
আইজিপি’র সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
আইজিপি’র সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
পাঁচ দিন বন্ধ থাকবে এনসিসি ব্যাংক
পাঁচ দিন বন্ধ থাকবে এনসিসি ব্যাংক
কঠোর নিরাপত্তায় কাশ্মীরে অমরণাথ তীর্থযাত্রা শুরু
কঠোর নিরাপত্তায় কাশ্মীরে অমরণাথ তীর্থযাত্রা শুরু
আরও ৮ জনের করোনা শনাক্ত
আরও ৮ জনের করোনা শনাক্ত
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’